রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানে মাজারে বোমা, নিহত ৪৭

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত এলাকার একটি মাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৭ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ওই প্রদেশের খুজদার এলাকার শাহ নুরানির মাজারে ওই বিস্ফোরণ ঘটে। ডন অনলাইনের প্রতিবেদন এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মাজার প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। ওই মাজারটি পাহাড়ি এলাকায় অবস্থিত। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এবং এলাকাটি দুর্গম হওয়ায় জরুরি সেবা সংস্থার কর্মীরা সেখানে পৌঁছতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্থানীয় সরকারি এক কর্মকর্তা জাভেদ ইকবাল বলেন, ‘নারী ও শিশুসহ ওই বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭০ জন।’

ওই মাজারসংলগ্ন এলাকায় বড় ধরনের কোনো হাসপাতাল নেই। বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ আহমেদ বাগতি বলেন, ‘বিস্ফোরণে গুরুতর আহতদের করাচি নেওয়া হবে।’ ন্যাশনাল পার্টির সভাপতি মির হাসিল বিজেনজো বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি আহতদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা না করে তবে নিহতের সংখ্যা আরও বাড়বে। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য প্রাদেশিক সরকারের কাছে কোনো হেলিকপ্টার নেই বলে জানিয়েছেন বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ার কাকার।

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ হামলার নিন্দা জানিয়েছেন।

সর্বশেষ খবর