শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে ৩ কোর্স

আকতারুজ্জামান

জঙ্গিবাদের ভয়াল থাবা সম্প্রতি নতুন উপসর্গ হয়ে দেখা দিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ নিয়ে সারা দেশের সরকারি কলেজ, মাদ্রাসা, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় পালন করা হয়েছে জঙ্গিবিরোধী মিছিল, মিটিং, সমাবেশসহ নানা কর্মসূচি। এবার বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবাদ বিরোধী  কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে, শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিকতার জ্ঞানে সমৃদ্ধ করতে একাডেমিক সিলেবাসে তিনটি নতুন কোর্স অন্তর্ভুক্তি করতে চায় ইউজিসি। ইউজিসির বার্ষিক প্রতিবেদন ২০১৫ থেকে এসব তথ্য জানা গেছে। কোর্স তিনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের জন্য ইউজিসি সুপারিশ করবে। এগুলো হচ্ছে—‘বাংলা ভাষা’, ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ এবং ‘পেশাগত নৈতিকতা ও পরিবেশ সংরক্ষণ’। এ ছাড়াও প্রয়োজনে বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবিরোধী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে নানান নন-ক্রেডিট কোর্স বাধ্যতামূলক করতে চায় মঞ্জুরি কমিশন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জঙ্গি তত্পরতা উচ্চশিক্ষা ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তত্পরতা প্রতিরোধ কমিটি গঠন এবং নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। পাশাপাশি এসব বিদ্যাপীঠে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো উচিত। জঙ্গি তত্পরতা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমে কমিটি সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফান্ড চাইতে পারে। মানবিক, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে বাংলা, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, খেলাধুলা ইত্যাদি এক্সট্রা কারিকুলাম কার্যক্রম প্রবর্তন ও ছাত্র-শিক্ষক সম্পর্কোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কাউন্সেলিং ও মনোচিকিৎসক নিয়োগ দেওয়া যেতে পারে বলেও মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বার্ষিক প্রতিবেদনে সুপারিশ করা হয়, জঙ্গি তত্তরতা রোধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব আইন সংশোধন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবাদ যাতে বিস্তার করতে না পারে সে জন্য ইউজিসি কিছু পদক্ষেপও গ্রহণ করার চিন্তা-ভাবনা করছে। যেসব বিশ্ববিদ্যালয়ে আগেই জঙ্গিবাদের চারা গজিয়েছে বলে জানা আছে সেসব বিশ্ববিদ্যালয়কে নিবিড় পর্যবেক্ষণে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে বার্ষিক প্রতিবেদনে জানানো হয়। এসব বিষয়ে জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাংলাদেশ ও বাংলা ভাষা নিয়ে কোনো জ্ঞান বিতরণ করা হচ্ছে না। শিক্ষার্থী যে বিষয়েই অধ্যয়ন করুক না কেন এই কোর্স তিনটি অন্তর্ভুক্ত হলে দেশপ্রেম বাড়বে। আর দেশপ্রেমে উদ্বুদ্ধ কোনো শিক্ষার্থী অবশ্যই জঙ্গিবাদে সম্পৃক্ত হবে না। নৈতিকতা সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে এই কোর্সগুলো। ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় আভিজাত্যের গন্ধ লাগাতে বিদেশি শিক্ষক দিয়ে এ দেশের ইতিহাস পড়াচ্ছে! দেশে তো ইতিহাসবেত্তার অভাব পড়েনি যে বিদেশিরা আমাদের দেশের ইতিহাস শেখাবে।

সর্বশেষ খবর