রাজধানীতে এক কূটনীতিকের শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। ওই কূটনীতিকের নাম স্টিফেন প্রিসনার। তিনি ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, কূটনৈতিক কোটার অপব্যবহার করে শুল্কমুক্ত সুবিধায় মিতসুবিশি পাজেরো গাড়িটি আমদানি করেছিলেন তিনি। আবার তা পরবর্তীতে বিক্রি করে দিয়েছেন। গতকাল রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের আশিকুল হাসিব তারিকের বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা স্টিফেন প্রিসনার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনে বিক্রি করে দিয়েছিলেন। গাড়িটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গাড়িটিতে হলুদ রেজিস্ট্রেশন প্লেট পাওয়া যায়। যা শুধু কূটনৈতিক সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা ব্যবহার করতে পারেন। গাড়িটি শুল্কমুক্তভাবে আমদানি করা হয়। শুল্কমুক্ত হিসেবে ছাড় করা গাড়ি বিক্রি না করার শর্ত থাকলেও এক্ষেত্রে তা পালন করা হয়নি। প্রিসনার অনুমতি না নিয়ে এবং শুল্ক পরিশোধ না করেই গাড়িটি হস্তান্তর করেছিলেন।
যা শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের মাধ্যমে আইনের লঙ্ঘন। গাড়িটি হস্তান্তরের পরেই তিনি দেশ ত্যাগ করেছেন।