মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঝিনাইদহের পা হারানো শাহানূর বিশ্বাসের চিকিৎসার সব খরচ রাষ্ট্রকে বহন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে শাহানূর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। কালীগঞ্জের বর্গাচাষি শাহানূর বিশ্বাসের পা হারানোর ঘটনায় জড়িতদের কারাবন্দী করা নিয়ে রাষ্ট্রপক্ষের প্রতিবেদন পেয়ে আদালত এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এর আগে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ২২ নভেম্বর হাইকোর্টের এই বেঞ্চ এক আদেশে শাহানূরের ওপর হামলায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দী করার নির্দেশ দেয়। একই সঙ্গে ২৭ নভেম্বর এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়। ২৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ আদালতে প্রতিবেদন দাখিলে সময় চাইলে আদালত গতকাল পর্যন্ত সময় দেয়। ‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করাই অপরাধ? দুই পা গেছে, এখন ভিটেছাড়া হওয়ার ভয়’ শিরোনামে ২২ নভেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদে বলা হয়, মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে দুই পা হারিয়েছেন শাহানূর বিশ্বাস।
এখন ভিটে ছাড়তে হয় কি না, সেই ভয়ও পেয়ে বসেছে তাকে। ওই ঘটনায় প্রথমে মামলা নিতে চায়নি পুলিশ। পরে চেষ্টা-তদবির করে মামলা হলেও এখন আসামি ধরছে না পুলিশ। উল্টো শাহানূরের স্বজনদের হুমকি দিচ্ছে আসামিরা। ঘটনাটি গত ১৬ অক্টোবরের ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলভাঙ্গা গ্রামের।