দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৯ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। গতকাল ভোর ৬টায় তারা ধর্মঘট শুরু করে। চট্টগ্রামের জেলা পুলিশ সুপার নূর ই আলম মিনা ও চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসানের সঙ্গে বৈঠকে পরিবহন শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিকাল ৩টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টায় সিএমপি কমিশনারের সম্মেলন কক্ষে ধর্মঘট আহ্বানকারী পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শ্রমিক নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা পরিবহন শ্রমিকদের দাবিগুলো বিবেচনায় নিয়েছি। আগামী ৪ ডিসেম্বর মেয়রের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। সেখানে মেয়র ও পুলিশ কমিশনারের কাছে তাদের দাবিগুলো তুলে ধরা হবে। ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা বলেন, পুলিশের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।
আশা করি আমাদের দাবিগুলো মেনে নিয়ে বাস্তবায়ন করা হবে। টার্মিনাল নির্মাণ, পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
ধর্মঘটের কারণে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় সকাল থেকে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে বলে জানান ভুক্তভোগীরা।