শিরোনাম
বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবস উদযাপিত

সাংস্কৃতিক প্রতিবেদক


গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবস উদযাপিত

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। আলোচনা, সেমিনার, প্রদীপ প্রজ্বালন, আনন্দ শোভাযাত্রা ও প্রদর্শনীসহ নানা বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করেছেন নাট্যকর্মীরা। বিকাল ৪টায় নাটক সরণির (সাবেক বেইলি রোড) মহিলা সমিতির সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা ঘটে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে মিলিত হয়। এরপর সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ছিল প্রবন্ধ পাঠ, আলোচনা ও স্মৃতিসত্তার নাট্য মঞ্চায়ন। এতে বক্তৃতা করেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, ম. হামিদ, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সম্পাদক মণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী। ‘বাংলাদেশে নাট্যচর্চার প্রবণতা’ শীর্ষক বক্তব্য রাখেন অধ্যাপক আবদুস সেলিম। আলোচনা শেষে বিভিন্ন সময়ের কয়েকটি নাটকের ১০ মিনিট করে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যায় প্রয়াত নাট্যযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন নাট্যকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা জামালউদ্দিন হোসেন, ড. ইনামুল হক, কেরামত মওলা, শিরিন বকুল প্রমুখ। পরীক্ষণ থিয়েটার হলের লবিতে ছিল থিয়েটার আর্কাইভের সংগ্রহ থেকে বিভিন্ন নাটকের আলোকচিত্রের প্রদর্শনীর আয়োজন। হাসপাতালে ভর্তি অসুস্থ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর দ্রুত আরোগ্য কামনা করা হয়। প্রসঙ্গত, ১৯৮০ সালের ২৯ নভেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।                   

সর্বশেষ খবর