ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে এক কয়েদি পালিয়েছেন। সোহেল মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। গতকাল দুপুরে হাসপাতালের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজিজ ও নজরুল নামের দুই কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারারক্ষী জাকারিয়া জানান, সোমবার ২১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল সোহেলকে। দুপুরে হাসপাতাল থেকে কারারক্ষীরা তাকে নিয়ে বের হওয়ার পথে টয়লেটে যেতে চান সোহেল। বহির্বিভাগের সামনের থাকা পাবলিক টয়লেটে যান। সেখান থেকে দীর্ঘক্ষণেও বেরিয়ে না আসায় কারারক্ষীদের সন্দেহ হয়। পরে দেখা যায় টয়লেটের পেছনের ভাঙ্গা জায়গা দিয়ে সোহেল পালিয়ে গেছেন। এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, দায়িত্ব অবহেলার কারণে দুজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।