রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজশাহী সীমান্তে ১১ মানুষের কঙ্কাল নানা রহস্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চর মাজারদিয়াড় সীমান্ত থেকে এবার মানুষের ১১টি মাথার খুলিসহ দেহের নানা অঙ্গের হাড়গোড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোর ৬টার দিকে চর মাজারদিয়াড় পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে কঙ্কালগুলো  উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল উদ্দিন পাঠান জানান, মানুষের কঙ্কাল চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে চর মাজারদিয়াড় সীমান্ত ফাঁড়ির এক দল বিজিবি সদস্য ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে সেখান থেকে উদ্ধার করা হয় মানুষের ১১টি মাথার খুলি ও দেহের নানা হাড়গোড়। উল্লেখ্য, কয়েক মাস আগে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে অভিযান চালিয়ে বেশ কিছু কঙ্কালসহ দুই ডোমকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। তখন তারা পুলিশকে জানিয়েছিল, সীমান্ত পথে কঙ্কাল আসে ভারত থেকে। কঙ্কাল চোরাচালানে সীমান্তে অন্তত ২০টি চক্র সক্রিয় আছে।

সর্বশেষ খবর