বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

দিনভর সংকট শেষে গুগল ডটবিডির সমস্যা সমাধান

নিজস্ব প্রতিবেদক

দিনভর সংকট শেষে গুগল ডটকম ডটবিডির সমস্যা সমাধান হয়েছে। এতে হাঁফ ছেড়ে বেঁচেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। গুগল ডটকম ডটবিডি সাইটে গতকাল সকাল থেকে সমস্যা দেখা দেয়। অনেকেই এ সাইটে ঢুকতে পারছিলেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমে সাইট ‘হ্যাক’ হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ে। বেলা ২ টার দিকে এ সমস্যা সমাধান করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির জানান, শুধু ডটকম ডটবিডিসহ বেশ কয়েকটি সাইটে সমস্যা দেখা যায়। কারিগরি ভাষায় একে বলে ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’। সম্ভবত, ডটবিডি সার্ভার কম্প্রোমাইজ থেকে এটা হয়। এ সমস্যার কারণেই গুগল ডটকম ডটবিডি সাইটে ঢোকা যাচ্ছিল না। ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’ হচ্ছে ডিএনএসে এক ধরনের আক্রমণ, যাতে ইন্টারনেট ট্রাফিক ভুয়া সাইটে চলে যায়। বিটিসিএলের জনসংযোগ বিভাগের পরিচালক মীর মো. মোরশেদ বলেন, কিছুটা সমস্যা হয়েছিল। সেটি বিটিসিএলের কারিগরি দল বুঝতে পারার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। বেলা ২টার পর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না। অবশ্য সুমন আহমেদ সাবির বলেন, এ ধরনের ঘটনার পর তা ঠিক করা হলেও এর প্রভাব চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত থাকে। 

সর্বশেষ খবর