শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চুল কেটে নির্যাতন করে বিতাড়ন গৃহবধূকে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় মধ্যযুগীয় কায়দায় এক গৃহবধূকে নির্যাতন করে মাথার চুল কেটে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্বামীর বাড়ির লোকজন তাকে বাধ্য করেছেন পরপুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি তুলতেও। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছেন প্রভাবশালীরা। ওই গৃহবধূ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নির্যাতনের শিকার দুই সন্তানের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ ও নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন। ভোটারের হিসাবে নারীর সংখ্যা কিছুটা কম হলেও ভোটের সারিতে তারাই ছিলেন বেশি। সকালে অনেক কেন্দ্রে নারী ভোটার কম থাকলেও দুপুরের পর পাল্টে যায় চিত্র। সাংসারিক কাজ শেষে সবাই কেন্দ্রে আসা শুরু করেন। যদিও নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে কাজ করেছেন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। ২৭টি ওয়ার্ডে নারী ভোটারের উপস্থিতি বাড়াতে ভোটারদের দ্বারে দ্বারে গতকালও গিয়েছেন তারা। বিভিন্ন কেন্দ্র ঘুরে নারীদের সরব উপস্থিতির এমন চিত্র পাওয়া গেছে। গতকাল সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে উত্সবের আমেজ ছিল নগরজুড়ে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সবাই স্বস্তি প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্রে দেখা যায় সকাল থেকেই নারী ভোটারের সরব উপস্থিতি। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। ক্লাবের তিনটি কেন্দ্রেই সকাল থেকে নারী ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। ১ নম্বর কেন্দ্রে ভোটার ২ হাজার ৮৮৮ জন। পুরুষ ১ হাজার ৬০০ ও নারী ১ হাজার ২৮৮ জন। ২ নম্বর কেন্দ্রে ভোটার ২ হাজার ৯৫৩ জন। পুরুষ ১ হাজার ৫৭৭, ১ হাজার ৩৭৬ জন। ৩ নম্বর কেন্দ্রে ভোটার ২ হাজার ৬৭৯। পুরুষ ১ হাজার ৪৩৩, ১ হাজার ২৪৬ জন। এ তিন কেন্দ্রে নারী ভোটার সবচেয়ে বেশি উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার। এখানে দেখা হয় সেবিকা রানীর সঙ্গে। তিনি বলেন, ‘সাংসারিক কাজ শেষে আমরা পাঁচ নারী একসঙ্গে ভোট দিতে এসেছি। পরিবেশ ভালো থাকায় ভোট দিতে কোনো সমস্যা হয়নি।’ ৮ নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা পপুলার হাইস্কুল কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর মাত্র ১ ঘণ্টা পরই ভোটারের ব্যাপক উপস্থিতিতে উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে পুরুষ ভোটারের তুলনায় নারীর সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। এদিকে নারী ও পুরুষের পাশাপাশি দুটি কেন্দ্রে বেশি ভোট পড়েছে পুরুষ কেন্দ্রে। নারী ভোট কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার সাইদুর রহমান জানান, ৩ হাজার ৪১৬ ভোটারের মধ্যে দেড় ঘণ্টায় ভোট দিয়েছেন ১০০ নারী ভোটার। তাদের উপস্থিতি বেশি। সকালে নারীরা সাংসারিক কাজে ব্যস্ত থাকেন, ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাপ বেশি ছিল নারী ভোটারের। অন্যদিকে পুরুষ ভোট কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার ইহতেশামুল হক বলেন, তার কেন্দ্রে ভোটার ৩ হাজার ৩১২ জন। দেড় ঘণ্টায় প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে। রুমানা আক্তার মুন্নী। গৃহিণী। ভোটার হয়েছেন বেশ আগে। তবে এর আগে কোনো নির্বাচনে ভোট দেওয়া হয়নি। এবার কলেজপড়ুয়া মেয়ে সাবেকুন্নাহার কেয়া ভোটার হয়েছেন। মা-মেয়ে দুজনই এসেছেন ভোট দিতে। প্রথমবারের মতো ভোট দিয়েছেন তারা। ভোট শেষে মা-মেয়ে দারুণ উত্ফুল্ল। সুন্দর পরিবেশে প্রথমবার ভোট দিয়ে তাদের মধ্যে যেন ঈদের খুশি। সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট শেষে কলেজ মাঠে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা।

সর্বশেষ খবর