শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা আছে, নেই নিরাপত্তাবোধ

ত্রিপুরার রাজ্যপাল

কলকাতা প্রতিনিধি

ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বলেছেন, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা আছে, কিন্তু নিরাপত্তাবোধটা নেই। তিনি বুধবার রাতে আগরতলায় তার লেখা ‘যা ছিল আমার দেশ’ বইয়ের মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা, বইটির প্রকাশক মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার সবিতেন্ত্রনাথ রায় প্রমুখ। তথাগত রায় ছিলেন বিজেপি পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। তার জন্ম কলকাতায় হলেও আদিনিবাস ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি বলেন, তার প্রথম বই ‘মাই পিপল, আপরুটেড ইন ২০০০’ লেখার পর বাংলাদেশে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কারণ ঢাকা তার ভিসা দেয়নি। কিন্তু গত বছর তিনি তিনবার বাংলাদেশ সফর করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক আন্তরিক।’ তিনি বলেন, হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেই বাংলাদেশ সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত হিন্দুরা এখনো নিরাপত্তাহীনতা বোধ করেন এবং অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় রয়েছেন। রাজ্যপাল বলেন, যারা দেশের হাজার হাজার মানুষকে নিধন করেছিল সেই কসাইদের শাস্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে। তিনি বলেন, ১৯৪৭ সালে দেশ ভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে ২৯ শতাংশ হিন্দু ছিল। বর্তমানে তা ৮ থেকে ৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার, গণহত্যার বিশদ বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতের জালিয়ানওয়ালাবাগের গণহত্যার কথা অনেকে জানলেও খুলনার চুকনগরে তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর গণহত্যার কথা অনেকে জানেন না। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। কিন্তু ’৭১ সালের ২০ মে চুকনগরে পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকাররা গুলি, বেয়নেট এবং পদদলিত করে প্রায় ১০ হাজার নিরস্ত্র হিন্দুকে হত্যা করেছিল। তথাগত রায় বলেন, চুকনগর গণহত্যার একটি মাত্র উদাহরণ। তৎকালীন পূর্ব পাকিস্তানে এ রকম অনেক গণহত্যা হয়েছিল। তিনি বলেন, তার বইটি মুসলিমদের ওপর হিন্দুদের ঘৃণাবোধ কিংবা ভারত-বাংলাদেশের মধ্যে বিভেদ ও শত্রুতা তৈরির জন্য লেখা হয়নি। শুধু সত্য কথা বলতেই এ বইটি লেখা হয়েছে।

 এর আগে অনেক বই লেখা হয়েছে, অনেক ছবি নির্মিত হয়েছে কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পৈতৃক ভিটা ছেড়ে হিন্দুরা কেন পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হলেন তা কোথাও তুলে ধরা হয়নি।

সর্বশেষ খবর