সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

স্বাধীনতা দিবসে গুগলের উপহার

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা দিবসে গুগলের উপহার

এবারের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে গুগল বিশেষ ডুডলের মাধ্যমে স্বাগত জানিয়েছে ব্যবহারকারীদের। গুগলের হোমপেজে গতকাল এই ডুডল প্রদর্শিত হয়েছে।

এবারের ডুডলটিতে ফিচার হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরা হয়। সার্চ অপশনটির ওপরে ‘গুগল’ লেখাটিকে পতাকার আদলে সাজানো হয়। ‘ও’ অক্ষরটিকে পতাকার বৃত্তের মতো করে লাল বর্ডার আর ভিতরে বাংলাদেশের পতাকা দেখানো হয়। ডুডলটির ওপর ক্লিক করলে স্বাধীনতা দিবস-সম্পর্কিত খবর, তথ্য প্রদর্শন করা হয়েছে। স্বাধীনতা দিবস নিয়ে এর আগেও ডুডল প্রকাশ করেছে গুগল। দিনটিতে বাংলাদেশি মানুষকে শুভেচ্ছা জানাতে ২০১৩ সাল থেকে এ নিয়ে মোট চারটি বিশেষ ডুডল প্রকাশ করল গুগল। ডুডল (গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো) দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের নানা তাত্পর্য তুলে ধরা হয়। ওয়েবসাইট https://www.google.com/doodles-এ এই গুগল ডুডল দেখা গেছে।

সর্বশেষ খবর