রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

অ্যামনেস্টি রাজনৈতিক এজেন্ডায় কাজ করছে : জয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার পথ রুদ্ধ বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের পেছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ রয়েছে বলে সন্দেহ করছেন প্রধানমন্ত্রীর ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি ‘অপরাধীদের পক্ষে’ প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জয় লেখেন, ‘আমি সন্দেহ করছি যে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিছু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তারা ক্ষমতায় একটি পুতুল সরকার আনতে চায়। আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়।’ বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবসের আগের দিন মঙ্গলবার বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, স্বাধীন মত প্রকাশের সুরক্ষা দিতে ব্যর্থতার পাশাপাশি সরকার বাক স্বাধীনতা খর্ব করতে খড়্গহস্ত। ভিন্নমত দমনে সবকিছুই করছে সরকার। এই বক্তব্যের জন্য অ্যামনেস্টির বিরুদ্ধে ‘শক্ত প্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা জয়। সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘তারা (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল) বলে যে, নাগরিক হিসেবে আমাদের নাকি নিজের সম্মান রক্ষার্থেও সিভিল কোর্টে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার অধিকার নেই।’ প্রতিবেদনে সাংবাদিক হয়রানির উদাহরণ হিসেবে শফিক রেহমান ও মাহফুজ আনামের কথা উল্লেখ করার বিষয় তুলে ধরে জয় লিখেছেন, ‘শফিক রেহমান একজন সাবেক মার্কিন এফবিআই এজেন্টের সঙ্গে দেখা করেন এবং আমার সম্পর্কে তথ্যের জন্য তাকে ঘুষ প্রদান করেন। শফিক রেহমান যদি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন, তাহলে তিনিও এখন জেলেই থাকতেন।’ মাহফুজ আনাম সম্পর্কে জয় লিখেছেন, ‘একটি অবৈধ সামরিক সরকার আমাদের দেশে যেন ক্ষমতায় আসতে পারে সেজন্য তিনি আমার মায়ের বিরুদ্ধে নগ্ন প্রচারণা চালিয়েছিলেন। তবুও আমাদের সরকার তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি।’

সর্বশেষ খবর