রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা
কাফরুলে বাড়ি দখলের চেষ্টা

থানায় জিডি করায় বাদীকে মারধর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাফরুল থানায় জিডি করার একদিন পর সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাদীকে মারধর করেছে। ঘটনার শিকার পারুলের অভিযোগ, সন্ত্রাসী চক্রটি এলাকায় বাড়ি দখলের চেষ্টা করছে। গতকাল সকালে ইব্রাহিমপুরের কামাল খান সড়কের ৫৬৭/১ নম্বর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ওই সন্ত্রাসী গ্রুপের হামলার আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার তাহমিনা আক্তার কাফরুল থানায় জিডি করেন। গতকাল সকালে হামলার পর আহত ওই   নারী থানায় লিখিত অভিযোগ করলেও মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ। এর আগে বৃহস্পতিবার এই সন্ত্রাসী গ্রুপটি ৫৬৭/১ নম্বর বাড়ির পাশে হামলা চালিয়ে ৫৭০ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেয়। হামলার শিকার ওই পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। ভুক্তভোগী তাহমিনা আক্তারের ছেলে আমির হোসেন রাজু অভিযোগ করেন, ১৯৭৮ সালে কামাল খান সড়কে ৯ কাঠা জমি কিনে তারা বসবাস করছেন। স্থানীয় একটি দখলকারী চক্র তাদের জমি ও বাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে। গতকাল সকালে এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা আজগর আলী, মাহিনসহ ১৫-২০ জন ব্যক্তি লাঠি, লোহার রড নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার মা তাহমিনা আক্তার বাধা দিলে সন্ত্রাসীরা তাকে মারধর করেন।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মুহাম্মদ শামীম হোসেন বলেন, বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে দুই পক্ষই অভিযোগ করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

সর্বশেষ খবর