সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি

আদালত প্রতিবেদক

ঢাকার সাভারে রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি অভিযোগে সোহেল রানাসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করা হয়েছে। এছাড়া ছয়জনকে এ মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক।

ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ আদেশ দেন। এর মধ্যদিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হয়েছে। মামলায় সোহেল রানা ছাড়া অন্য আসামিরা হলেন তার বাবা আবদুল খালেক, মা মর্জিনা খাতুন, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উলাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, সাভার পৌরসভার সাবেক টাউন প্যানার ফারজানা ইসলাম ও লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোত্তালিব। মামলা থেকে যারা অব্যাহতি পেয়েছেন তারা হলেন মোহাম্মদ আলী খান, মাসুদ রেজা, সাজ্জাদ হোসাইন, মর্জিনা বেগম, আবুল বাসার, আমিনুল ইসলাম, বজলুস সামাদ ও আনিসুর রহমান। উল্লেখ্য, চার বছর আগে সাভারে ধসে পড়া রানা পাজা নির্মাণে অনিয়মের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম সাভার মডেল থানায় এ মামলা করেন।

সর্বশেষ খবর