সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা
নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’

৫ যুবকের আত্মসমর্পণ অন্য কিছু মেলেনি

নরসিংদী প্রতিনিধি

কোনো রকম সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও রক্তপাত ছাড়াই শেষ হয়েছে র‌্যাব-১১-এর দীর্ঘ ১৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জঙ্গিবিরোধী অভিযান। নরসিংদী শহরের গাবতলী উত্তরপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অবস্থানরত যুবকদের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় এ অভিযান। ঘটনাস্থলে কোনো প্রকার অস্ত্র বা গোলাবারুদ পাওয়া যায়নি বলে র‌্যাব জানিয়েছে। পরে আত্মসমর্পণ করা পাঁচ যুবকের মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে র‌্যাব দাবি করেছিল,  আত্মসমর্পণকারীদের সঙ্গে সিলেটের আতিয়া মহলের জঙ্গি সদস্যদের যোগসূত্র রয়েছে। অন্যদিকে আত্মসমর্পণকারীদের স্বজনরা বলছেন, তাদের সন্তানরা জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয়। পড়াশোনার সুবাদেই তারা এখানে ছিল। র‌্যাবের কাছে আত্মসমর্পণকারী পাঁচ যুবকের মধ্যে রয়েছেন নরসিংদী চরাঞ্চলেল চরদিঘলদী গ্রামের আবদুর রহমানের ছেলে সালাহউদ্দিন, সদর উপজেলার চরভাসানিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে বাছিকুল ইসলাম, নারায়ণগঞ্জের আড়াইহাজারের আবদুর রাজ্জাকের ছেলে আবু জাফর, গাজীপুরের বোর্ডবাজার এলাকার আবদুুল মজিদের ছেলে মাসুদুর রহমান ও কিশোরগঞ্জের ভৈরব এলাকার মশিউর। গতকাল বেলা ১১টার দিকে একে একে পাঁচজনকে ওই বাড়ি থেকে বের করে আনা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের র‌্যাব-১১-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে গাবতলী এলাকার দুবাই প্রবাসী মইন উদ্দীনের মালিকানাধীন একতলাবিশিষ্ট এ বাড়িটি ঘেরাও করে রেখেছিলেন র‌্যাব সদস্যরা।

সর্বশেষ খবর