শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সড়কে মৃত্যুর মিছিল নিহত ১০, আহত অর্ধ শতাধিক

প্রতিদিন ডেস্ক

সড়কে মৃত্যুর মিছিলে গতকাল যোগ হয়েছেন আরও ১০ জন। চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ, দিনাজপুর, গাইবান্ধা, রাজবাড়ী, লক্ষ্মীপুর, বাগেরহাট, সিরাজগঞ্জসহ বেশ কয়েক স্থানে এসব দুর্ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার পাইরোল   এলাকায় কক্সবাজারমুখী সৌদিয়া সার্ভিসের বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জান্নাতুল ফেরদৌস (১২) ও মোবারক (২২)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পটিয়া হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন বলেন, দুর্ঘটনায় সৌদিয়া বাস (চট্টমেট্রো ব ১১-০২৭৮) ও অটোরিকশাটি হাইওয়ে পুলিশ আটক করেছে। বগুড়া : শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক বেলাল হোসেন (৪০) নিহত হয়েছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছালে বিপরীত থেকে আসা শুভেচ্ছা পরিবহনের অন্য একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির চালক-হেলপারসহ ২০ যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আটজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন দুপুরে খালেক এন্টারপ্রাইজের চালক বেলাল হোসেন মারা যান। ময়মনসিংহ : ত্রিশালের বগার বাজার চৌরাস্তা এলাকায় মাইক্রোবাসের চাপায় বাদল মিয়া (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্য পথচারী সোহাগ মিয়া (২৮)। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদল নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের ওয়াহেদ মিয়ার পুত্র। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। প্রতিবাদে স্থানীয়রা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ লিডার শামছুদ্দিন জানান, উত্তেজিত জনতা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। দিনাজপুর : দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী পৌর শহরের উর্বশী সিনেমা হল মোড়ে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুমাইয়া খাতুন বলেন, গুরুতর হওয়ায় আহতের মধ্যে ১২ জনকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রহমান সরকার জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঘোড়াঘাটগামী যাত্রীবাহী মা লক্ষ্মী পরিবহন (গাজীপুর-জ-০৪-০১০৭) বাসটি ফুলবাড়ী শহরের উর্বশী সিনেমা হল মোড় অতিক্রমের সময় বিপরীত থেকে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী দীন ইসলাম পরিবহনের (সিলেট-জ-১১-০২৯২) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাইবান্ধা : গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় গতকাল পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ীর জুনদহ এলাকায় ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে কুষ্টিয়াগামী অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আলুবোঝাই ট্রাকের হেলপার সাধন কুমার দাস (৩০) ছিটকে সড়কে পড়ে যান। তত্ক্ষণাৎ কুষ্টিয়াগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। সাধন কুমার বগুড়ার হরিপুর গ্রামের মৃত গৌরচন্দ্র দাসের ছেলে। অন্যদিকে গাইবান্ধা সদরের হাসেমবাজার এলাকায় গতকাল সকালে একটি মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ছামছুজ্জামান (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি হাসেমবাজার কদমতলী এলাকায়। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। রাজবাড়ী : পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় আসাদুল ইসলাম (১২) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আসাদ উপজেলার কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের আবদুল জলিল শেখের ছেলে। পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে অটোভ্যানে করে মৃগী ইউনিয়নের এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিল আসাদ। পথে মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা পদ্মাগড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আসাদ ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার পরিবারের দুই সদস্য আহত হন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-রায়পুর সড়কের মাইলের মাথা নামক এলাকায় গতকাল দুপুরে পিকআপ ভ্যানের চাপায় আল আমিন নামে এক শিশু নিহত হয়েছে। প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এ সময় যাত্রীবাহী বাস ও ট্রাকসহ ৪টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আল আমিন সদর উপজেলার জামতলী এলাকার বেলাল হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল আল আমিন। রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ সময় বিক্ষুুব্ধ এলাকাবাসী বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশের সব যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাগেরহাট : মোল্লাহাটে বাসের চাপায় শেখ মনিরুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী। গতকাল বিকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেখ মনিরুল ইসলাম খুলনার লোহারঘাট এলাকার ব্যবসায়ী এবং পূর্ববানিয়া খামার এলাকার শেখ আবদুল হাইয়ের ছেলে। মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, বিকাল ৫টার দিকে মাদ্রাসাঘাট ব্রিজ এলাকায় ঢাকাগামী অজ্ঞাত একটি বাস বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে শেখ মনিরুল ইসলাম নিহত হন। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডা এলাকায় মাইক্রোবাসচাপায় কুলসুম খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোকন্দপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের মেয়ে। গতকাল বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু দাউদ জানান, কুলসুম খাতুনসহ কয়েকজন বাসযোগে ঢাকা যাওয়ার পথে কড্ডায় বাসটি বিকল হওয়ায় বাস থেকে নেমে সবাই রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কুলসুম মারা যান। লাশ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে। ঝালকাঠি : রাজাপুরে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৯ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে রাজাপুর উপজেলার বিশ্বাসবাড়ী এলাকায় রাজাপুর-খুলনা সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় র‌্যাব-৮-এর সদস্য রুহুল আমিন, খুলনার সুমন, যশোরের রণি, সোহাগকে বরিশালে পাঠানো হয়েছে। রাজাপুর থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানান, যাত্রীবাহী বাসটি (খুলনা-ব-৯৫৭) খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ঝালকাঠির রাজাপুর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর