উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় নীলফামারীতে দিন দিন বাড়ছে বাদাম চাষ। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে ১ হাজার ৫০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে জেলায়। গত মৌসুমে ৯১৭ হেক্টর এবং তার আগের মৌসুমে ২২৯ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, তিনি এবার বাদাম চাষ করেছেন দুই বিঘা জমিতে। এতে ১৬ মণ বাদাম পেয়েছেন। তার খরচ হয়েছে প্রায় ১৪ হাজার টাকা। বর্তমান বাজারে ওই ১৬ মণ বাদামের দাম ৩২ হাজার টাকা। অন্যদের দেখে এবার প্রথম বাদাম আবাদ করেছেন তিনি। লাভ বেশি হওয়ায় অন্য ফসলের চেয়ে বাদাম আবাদে আগ্রহী হয়েছেন। সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক জানান, এবার ৫০ শতাংশ জমিতে হাইব্রিড জাতের বাদাম আবাদ করেছেন। বাজারে বাদামের যে দাম চলছে তাতে তার ভালো লাভ হবে। বাদাম আবাদে সেচের তেমন প্রয়োজন হয় না, কীটনাশক খরচও কম। নিড়ানির তেমন প্রয়োজন না হওয়ায় শ্রমিক খরচ কম। একই গ্রামের কৃষক রশিদুল ইসলাম জানান, বিঘাপ্রতি বাদাম চাষে খরচ হয় ৬ থেকে ৭ হাজার টাকা। ফলন আসে প্রতি বিঘায় আট থেকে ১০ মণ।