শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
শোলাকিয়ায় জঙ্গি হামলার এক বছর

শোক শ্রদ্ধায় নিহত ঝরনা রানীকে স্মরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার এক বছর পেরুল গতকাল। গত বছর ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের কাছে জঙ্গি হামলায় দুই পুলিশ কনস্টেবল ও ঝরনা রানী নামে স্থানীয় এক গৃহবধূ নিহত হন। পুলিশের গুলিতে আবির রহমান নামে এক জঙ্গিও নিহত হয়।

হামলায় নিহত গৃহবধূ ঝরনা রানীর স্মরণে গতকাল সকালে তার নিজ বাড়িতে প্রার্থনা ও স্মরণসভার আয়োজন করে এলাকাবাসী। মাধব গোবিন্দ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার আক্তার জামিল, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি সাইফুল হক মোল্লা দুলু, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক স্বপন কুমার শ্যামল, পৌর কাউন্সিলর সুলতান মিয়া, ঝরনা রানীর ছেলে বাসুদেব ভৌমিক প্রমুখ। এর আগে ঝরনা রানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সর্বশেষ খবর