শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিল গেটসকে টপকে শীর্ষ ধনী জেফ বেজোস

প্রতিদিন ডেস্ক

বিল গেটসকে টপকে শীর্ষ ধনী জেফ বেজোস

মাইক্রোসফটের বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী এখন ‘অ্যামাজন’-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বিল গেটসের চেয়ে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বেশি বলে জানিয়েছে ফোর্বস সাময়িকী। ৫৩ বছর বয়সী বেজোসের মালিকানায় রয়েছে অ্যামাজনের ১৭ শতাংশ শেয়ার। অনলাইন কেনাকাটার প্লাটফরম এ কোম্পানিটির বর্তমান বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ফোর্বসের তথ্যানুযায়ী, গতকাল পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারের দাম ২.৫ শতাংশ বাড়ার প্রভাবে বেজোসের মোট সম্পদমূল্য বিল গেটসকে ছাড়িয়ে যায়। গত মার্চে যখন ফোর্বস বিশ্বের শীর্ষ ধনীর তালিকা করে, তখন বিল গেটসের পরেই ছিল বেজোসের স্থান। কিন্তু এখন তা উল্টে গেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যামাজনের বিক্রির পরিমাণ ২৩ শতাংশ বেড়ে ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়। জুন প্রান্তিকে এসে কোম্পানিটি তাদের বিক্রির পরিমাণ ১৬ থেকে ২৪ শতাংশ বাড়ার আশা করছে। ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে আসা বেজোসের হাত ধরে অ্যামাজনের যাত্রা ১৯৯৪ সালে অনলাইনে বই বিক্রির মধ্য দিয়ে হলেও এখন তা ইলেকট্রনিক পণ্য কেনাবেচার শীর্ষ প্লাটফরম। সাম্প্রতিক বছরগুলোয় বেজোস তার রকেট নির্মাণ কোম্পানি ‘ব্লু অরিজিন’ ও ২০১৩ সালে কেনা ওয়াশিংটন পোস্ট পত্রিকা নিয়ে বেশি মনোযোগী। ‘ব্লু অরিজিন’ কোম্পানির তহবিল জোগাতে তিনি প্রতি বছর অ্যামাজনের ১ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করছেন বলে জানিয়েছেন বেজোস। বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের লক্ষ্যে এ কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি।

সর্বশেষ খবর