রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে ফের জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক

সকাল-সন্ধ্যার হালকা বৃষ্টিতেই আবার জলাবদ্ধ হয়ে পড়েছে রাজধানী ঢাকার বেশ কিছু এলাকা। কোথাও কোথাও পানি হাঁটু থেকে কোমর ছুঁয়েছে। গতকালের বৃষ্টি আর জলাবদ্ধতা নগরজীবনে আবারও বেড়েছে ভোগান্তির মাত্রা। দুই দিন পরপরই মানুষকে হাবুডুবু খেতে হচ্ছে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, আজও ঢাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এর মধ্যে বজ পাতের আশঙ্কার কথাও জানানো হয়েছে। গতকাল ঢাকায় বৃষ্টির ফলে বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। যাত্রাবাড়ী, মগবাজার, রামপুরা, মধ্যবাগ, পীরবাগ, খিলগাঁও, বাড্ডা, বনানী, খিলক্ষেত, উত্তরা, ফার্মগেট, তেজগাঁও, মিরপুর-১৩, কালশী, পুরান ঢাকার গেণ্ডারিয়া, চানখাঁরপুল, ধুপখোলা এলাকায় হাঁটু থেকে কোমর পানি জমে যায় আধা ঘণ্টার বৃষ্টিতে। বৃষ্টির শুরু হতেই পানিতে তলিয়ে যায় এসব এলাকার বেশ কিছু নিচু রাস্তা। সরেজমিন মিরপুরের কালশী এলাকায় দেখা যায়, বৃষ্টির শুরু থেকেই জমতে থাকে পানি। আধা ঘণ্টা পরেই কোমর পানিতে মানুষের যাতায়াত কঠিন হয়ে পড়ে। বৃষ্টির পানিতে বিকল হয়ে পড়ে মোটরসাইকেল, ট্যাক্সি এবং প্রাইভেটকার। এ ছাড়াও হাঁটু পানি জমে যায় মিরপুরের ন্যাম গার্ডেনের সামনে। ফলে দুর্ভোগে পড়েন এই রাস্তায় যাতায়াতকারী মানুষ। কালশী এলাকার বাসিন্দা লতিফ আলী বলেন, বর্ষার শুরু থেকেই একটু বৃষ্টিতেই এ এলাকা পুরোটা তলিয়ে যায়। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে জমে যায় কোমর পানি। গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে চললেও নজর নেই কারও। শনিরআখড়া থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দেখা গেছে পুরো এলাকায় জমে গেছে হাঁটু পানি। সড়কের উভয়পাশে উন্নয়ন কাজের জন্য গর্ত করায় পানিতে সয়লাব। পানি নামার ব্যবস্থা না থাকায় জলাবদ্ধ পুরো এলাকা। ধোলাইপার থেকে যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, সায়েদাবাদের পুরো সড়কজুড়ে কাদামাটিতে মানুষের চলাচলে ভোগান্তি চরম পর্যায়ে। দয়াগঞ্জ মোড় থেকে চারদিকে সড়কে জমেছে প্রায় হাঁটু সমান পানি। পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে তীব্র জলজটের সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে টিনশেড বাসাগুলোর গ্যাসের চুলাও তলিয়ে গেছে। ফলে পরিবারগুলোকে রান্না বন্ধ করে দিয়ে শুকনো খাবার খেয়ে থাকতে হচ্ছে। ঢাকার বৃষ্টির পানি নেমে যাওয়ার প্রধান রাস্তা হলো ড্রেনেজ সিস্টেম। কিন্তু ময়লা জমে এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই ড্রেন দিয়ে পানি নেমে যেতে পারে না। এ ছাড়া চারপাশের নদী এবং খালগুলো দখল দূষণে বন্ধ হয়ে যাওয়ায় পানি যাওয়ার জায়গা পায় না। আর এর কারণে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় ঢাকা। আর জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর