‘ইউ গেট টু মিলিয়ন ডলার ইন আওয়ার লটারি। প্লিজ কনটাক্ট দিজ নাম্বার অর ই-মেইল অ্যাড্রেস’। এ রকম ইংরেজিতে বার্তা মোবাইল ফোনে পাঠিয়ে দিয়ে লাখ লাখ টাকা প্রতারণাকারী একটি বিদেশি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন—
নাইজেরিয়ার নাগরিক ফ্রিড আমাহ ইদি (৪২), এজুগো কেলেসি মুসা (৩৭), জোশলিয়া মাইকেল চুকউয়াকা (৩৬), ওকোরো অস্টিন এনিতো (৩০) ও আগওয়াহ রিজিনাল্ড ইকি (৩৮) এবং বাংলাদেশি নাগরিক জুয়েল রানা (৩৩) ও সাহেরা বেগম (৩৬)। পিবিআই বলছে, মঙ্গলবার বিকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত চারটি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোনসেট, ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ, চারটি বিদেশি সিমকার্ড ও একটি পাসপোর্টের ফটোকপি উদ্ধার করা হয়। তারা লটারির নামে প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে বিশেষ পুলিশ সুপার আহসান হাবীব পলাশ জানান, গ্রেফতার ব্যক্তিরা মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে গ্রাহকদের কাছে বিভিন্ন প্রলোভনমূলক বার্তা পাঠায়। কোকাকোলা লটারি, ইউনাইটেড নেশন্স কাপ, আইসিসি টুর্নামেন্ট পুরস্কার, ইউএনডিপি পুরস্কার ও আরও বিভিন্ন পুরস্কারের বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন বলে গ্রাহকদের কাছে তারা বার্তা পাঠায়। বিদেশি নাগরিকরা এ দেশে ব্যাংক অ্যাকাউন্ট সহজে খুলতে পারবে না বলে তারা বাংলাদেশিদের আশ্রয় নেয়। বাংলাদেশিদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তারা লটারির নামে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে।