বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
যুবলীগ নেতা হত্যা

সাবেক এমপি মোহাম্মদ আলীসহ ১৫৪ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন হত্যার ঘটনায় সাবেক এমপি মোহাম্মদ আলীসহ ১৫৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। সাবেক এমপি মোহাম্মদ আলী আওয়ামী লীগের বর্তমান এমপি আয়েশা ফেরদৌসের স্বামী।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, নিহত রিয়াজ উদ্দিনের বাবা আওয়ামী লীগ নেতা কোরবান আলী বাদী হয়ে মঙ্গলবার মামলাটি করেন। এ ঘটনার পর থেকে হাতিয়া উপজেলা আওয়ামী লীগ ও সাবেক এমপি মোহাম্মদ আলীর অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আসামিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্থানে মিছিল বের করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ৩০ আগস্ট পূর্ব সোনাদিয়া গ্রামের শেকু মার্কেট এলাকায় সোনাদিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রিয়াজ উদ্দিনকে (২৭) কুপিয়ে ও রগ কেটে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, সাবেক এমপি মোহাম্মদ আলীর অনুসারী আবদুল ওহাব ও নিজামের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী রিয়াজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে সন্ত্রাসীরা রিয়াজের হাত-পায়ের রগ কেটে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সাবেক এমপি মোহাম্মদ আলী বলেন, রিয়াজ হত্যার সঙ্গে তাকে পরিকল্পিতভাবে জড়ানো হচ্ছে। তিনি বা তার কোনো অনুসারী এ ঘটনার সঙ্গে জড়িত নন।

অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, আসামিরা আত্মগোপনে থাকায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ।

হাতিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০ :আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হাতিয়ায় দলের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় শিল্পপতি মাহমুদ আলী রাতুলের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে গত ৩০ আগস্ট পূর্ব সোনাদিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রিয়াজ উদ্দিনকে (২৭) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার পর হাতিয়া উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত মঙ্গলবার নিহত যুবলীগ নেতা রিয়াজের বাবা কোরবান আলী বাদী হয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী সাবেক এমপি মোহাম্মদ আলীসহ ১৫৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে গতকাল সকাল থেকে  উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর অনুসারীরা মুখোমুখি অবস্থান নেন। উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা শহীদ মুক্তিযোদ্ধা মোস্তফা আলী দুলালের ভাই শিল্পপতি মাহমুদ আলী রাতুলের বাসায় অবস্থান নেন। অপর পক্ষ সংসদ সদস্য আশেয়া ফেরদৌসের বাসায় অবস্থান নেয়।

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী অভিযোগ করেন, তিনি শারীরিক অসুস্থতার কারণে কয়েক দিন থেকে ঢাকায় অবস্থান করছেন। এর মধ্যে তাকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের উপস্থিতিতে তার বাসায় দুপুরে প্রতিবাদ সভা হচ্ছিল। সভায় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের বক্তব্যের সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের চারজন কর্মী গুরুতর আহত হয়। মাহমুদ আলী রাতুল পাল্টা অভিযোগ করে জানান, বিনা উসকানিতে সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের উপস্থিতিতে মোহাম্মদ আলীর অনুসারীরা তার বাসায় এসে অতর্কিতে হামলা-ভাঙচুর চালায়। এ সময় বাসার ভিতরে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ জন নেতা-কর্মী গুরুতর আহত হন। হাতিয়া থানার ওসি আবদুল মজিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। উপজেলা সদরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর