বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
তুলে নিয়ে বিএনপি নেতাকে হত্যা

ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তুলে নিয়ে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের ছেলে। গতকাল সকালে মঠবাড়িয়া থানায় নিহত বিএনপি নেতা হাবিব তালুকদারের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন আর রশীদ তালুকদারকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে  মামলাটি করেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিব তালুকদারের লাশ সোমবার রাতে তুষখালীর একটি বিদ্যালয়ের বাথরুমের পাশ থেকে উদ্ধার করা হয়। এর এক দিন আগে নিখোঁজ হন তিনি। হাবিব তালুকদারের ছেলে হাফিজুর রহমান তালুকদার জানান, রবিবার সকালে তার বাবাকে তুষখালী বাজার থেকে স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা ইদ্রিস তালুকদার ও তার লোকজন মারধর করে তুলে নিয়ে যায়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে সোমবার রাতে স্থানীয় লোকজন স্কুলের পেছনে একটি লাশ দেখতে পেয়ে তাদের খবর দিলে তারা গিয়ে তা শনাক্ত করেন। মঠবাড়িয়া থানার ওসি তারিকুল ইসলাম জানান, নিহতের ছেলে হাফিজুর রহমান তালুকদার বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেফতারের স্বার্থে তিনি আসামিদের বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে আরেকটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এ ঘটনায় ধানীসাফা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন আর রশীদ তালুকদারকে প্রধান আসামি এবং ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস তালুকদার মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত বিএনপি নেতা হাবিব তালুকদারের সঙ্গে ইউপি সদস্য ইদ্রিস তালুকদারের আগে থেকেই বিরোধ ছিল। সম্প্রতি একটি খেলাকে কেন্দ্র করে এ দুই পক্ষে ঝগড়া হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর