মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বান্দরবানে ওবায়দুল কাদের

চাপে মিয়ানমার, ফেরত নেবে রোহিঙ্গাদের

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপে সফলতা আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি গতকাল বান্দরবানে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘে ক্যাম্পেইনের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছেন। খুব শিগগিরই মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।’ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে রোহিঙ্গা পরিবারের ত্রাণ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অতীতে ত্রাণ বিতরণ নিয়ে অনেক অনিয়ম হয়েছে। কিন্তু এবারের রোহিঙ্গা সংকটে ত্রাণ বিতরণ নিয়ে কোনো অনিয়ম ও বিচ্ছৃঙ্খলা হয়নি। সেনাবাহিনী ও প্রশাসনের তদারকিতে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।’ এ ছাড়া কক্সবাজারের উখিয়ায় ত্রাণ বিতরণকালে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বজনমতের চাপের মুখে শেষ পর্যন্ত মিয়ানমার সরকারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। কিছু স্বার্থান্বেষী ছাড়া আজ বিশ্বজনমত, বাংলাদেশের জনমত শেখ হাসিনা সরকারের পক্ষে। রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। এ পর্যন্ত না খেয়ে কোনো রোহিঙ্গা মারা যায়নি।’ তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ, নলকূপ স্থাপন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার রোহিঙ্গাদের জন্য কুতুপালংয়ে টিউবওয়েল ও শতাধিক শৌচারগার স্থাপন করে। চাল-ডালসহ ৩ হাজার পরিবারকে দেওয়া হয় খাদ্যসামগ্রী। এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর