মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এমপিপুত্র রনির জোড়া খুন মামলার সাক্ষ্য গ্রহণ ৫ অক্টোবর

আদালত প্রতিবেদক

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের অভিযোগে এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ৫ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গতকাল এ মামলায় সাক্ষী আদালতে হাজির না হওয়ায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আবু সালেহ উদ্দিন নতুন এ দিন ধার্য করেন। এর আগে আসামি বখতিয়ার আলম রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল মামলা করেন। পরে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে বখতিয়ার আলম রনিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ঘটনা তদন্ত করে রনিকে আসামি করে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ খবর