মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

লুটপাটের পর খেয়ে-দেয়ে গেল ডাকাত দল

সাভার প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলায় এক বাড়িতে লুট করার পর ডাকাতরা ফ্রিজ খুলে খাবার খেয়ে গেছে। সাভার  পৌরসভার দেওগাঁও এলাকার উজ্জ্বল রোজারিওর বাড়িতে এ ঘটনা ঘটে।

উজ্জ্বল রোজারিও জানান, গতকাল গভীর রাতে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল একতলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে। এরপর তারা উজ্জ্বল রোজারিও, তার স্ত্রী মনি রোজারিও, ছেলে অংকুর রোজারিও, তার স্ত্রী পূজা কস্তা ও উজ্জ্বল রোজারিওর মেয়ে নিশি রোজারিওকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সবার হাত পা বেঁধে মারধর করে। পরে চাবি নিয়ে তিনটি রুমের আলমারি থেকে ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোনসেটসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে। চলে যাবার আগে তারা ফ্রিজ খুলে রান্না করা খাবার ও ঠাণ্ডা পানি খায়। এবং যাওয়ার সময় তারা ‘চিৎকার করলে গুলি করে হত্যা’র হুমকি দেয়। পরে চিৎকার করলে প্রতিবেশীরা এসে হাত-পা বাঁধা অবস্থা থেকে সবাইকে উদ্ধার করেন। খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডাকাতি হওয়া মালামাল বা এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, ডাকাতি হওয়ার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

 

সর্বশেষ খবর