শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
রোহিঙ্গা সমস্যা নিয়ে ইউনূস

দ্রুত সমাধান না হলে সন্ত্রাসবাদকে উসকে দিতে পারে

প্রতিদিন ডেস্ক

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার আশু সমাধান না হলে বিষয়টি সন্ত্রাসবাদকে উসকে দিতে পারে। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে নিজের নতুন বই ‘দ্য ওয়ার্ল্ড অব থ্রি জিরোজ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বর্তমান বিশ্ব পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ড. ইউনূস। নিউইয়র্কের ব্রুকলিন লাইব্রেরিতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিলেন হলভর্তি দর্শক। লেখক, সাংবাদিক এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের মেয়ে কারেনা গোর ছিলেন এর সঞ্চালক। তার এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, অং সান সু চি রোহিঙ্গা ইস্যুতে যা করছেন, সেটি তার পূর্বের সব অর্জনকেই প্রশ্নবিদ্ধ করছে। সু চির উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আপনাকে অনেক সম্মান দেওয়া হয়েছে। হঠাৎ করে আপনি নির্যাতন, গণহত্যার প্রতীক হয়ে উঠছেন।’ তিনি আরও বলেন, সুতরাং আমরা নিরাপত্তা পরিষদের সদস্যদের অনুরোধ করছি, আপনারা দেরি করলে এই অঞ্চলে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হবে। প্যারিসের জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকারও সমালোচনা করেন ড. ইউনূস।

 অনুষ্ঠান শেষে দর্শকরা লাইনে দাঁড়িয়ে ড. ইউনূসের নতুন বইটিতে তার স্বাক্ষর নেন।

সর্বশেষ খবর