শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চার বছরে বিচারবহির্ভূত হত্যা ৮২৩

হিউম্যান রাইটস ফোরামের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। অভিযোগ দ্রুততার সঙ্গে ফৌজদারি ও বিভাগীয় তদন্ত সম্পন্ন করতে হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮২৩ জন। একই সময়ে গুমের শিকার হন ৩৪ জন। মতবিনিময় সভায় প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সঞ্চালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা।

সর্বশেষ খবর