শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মেঘনায় ১১ ট্রলার ডুবি, দুই লাশ উদ্ধার

প্রতিদিন ডেস্ক

মেঘনা নদীতে ১১টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরের রামগতিতে ১০টি ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ জেলেকে। হাতিয়ায় একটি ট্রলার ডুবে একজনের মৃত্যু ও দুই জেলে নিখোঁজ হন। কিশোরগঞ্জের অষ্টগ্রামে নৌকাডুবির একদিন পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে শেরপুরের ব্রহ্মপুত্রে দুই শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে। এ সংক্রান্ত প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট—         

লক্ষ্মীপুর : রামগতির মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে বাবলু নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছিদ্দিক নামের আরও এক জেলে এখন পর্যন্ত  নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থল থেকে ২০ জেলেকে উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল ভোর রাতে রামগতি উপজেলার ভয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে, একজন নিখোঁজ রয়েছেন। ট্রলারগুলোসহ ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাবলু স্থানীয় চরগাজী ইউনিয়নের ধনু মিয়ার ছেলে, নিখোঁজ জেলে ছিদ্দিক স্থানীয় চরদরবেশ এলাকার আবদুল ওহাবের ছেলে। নোয়াখালী : হাতিয়ার মেঘনা নদীতে একটি মাছ ধরা ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ হন । শামিম (৩২) নামের এক লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় হাতিয়ার মেঘনা নদীর রহমত খালের মুখে প্রচণ্ড জোয়ার ও ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এতে তিন জেলে নিখোঁজ হয়। গতকাল সকালে এক জেলের লাশ উদ্ধার হলেও দুই জেলের কোনো সন্ধান মেলেনি। শেরপুর : বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ হন। গতকাল দুপুরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তল্লাশি চালায়। তারা তলিয়ে যাওয়া নৌকা ও নিখোঁজ ব্যক্তিদের খোঁজ পায়নি বলে জানায় পুলিশ।  নিখোঁজ শ্রমিকরা হলো— চরপক্ষিমারী ইউনিয়নের দিঘলদি মোল্লাপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ফরিদ হোসেন (২৬) এবং বাহাদুর মিয়ার ছেলে শহিদুল (২৫)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের চরাঞ্চলে দিন মজুরির কাজ শেষে নৌকা করে কয়েকজন শ্রমিক বাড়ি ফিরছিলেন। এ সময় ডাকপাড়া গ্রামের ব্যাঙের মোড় পুরাতন ফেরিঘাট এলাকায় এলে নৌকাটি ডুবে যায়। পরে নদী সাঁতরে ২০ শ্রমিক উঠে এলেও নৌকা এবং অপর দুজনের খোঁজ পাওয়া যায়নি। এদিকে শুক্রবার সকালে নিখোঁজ দুজনের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারেন ডুবে যাওয়া ওই নৌকায় তারা ছিলেন। পরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা নদী তীরে গিয়ে খোঁজ শুরু করেন। এদিকে নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিদের খোঁজের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের খবর দেওয়া হলে তারা খোঁজাখুঁজি করে না পেয়ে অভিযান সমাপ্ত করে আশপাশের থানায় পুলিশের মাধ্যমে বেতার বার্তা প্রেরণ করে চলে যায়। এ ব্যাপারে শেরপুর সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, আশপাশের থানাগুলোতে বেতার বার্তা প্রেরণ করেছি। কিশোরগঞ্জ : অষ্টগ্রামে নৌকাডুবির একদিন পর নিখোঁজ লাল চান দাস (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি অষ্টগ্রামের কলমা গ্রামে। গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে চণ্ডিপুর হাওরে তার লাশ ভেসে ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর পূজা দেখতে পার্শ্ববর্তী চৌদন্ত গ্রামে গিয়েছিলেন তিনি। রাত ৮টার দিকে একটি ছোট নৌকায় করে লাল চানসহ চারজন ফিরছিলেন। নৌকাটি গুচ্ছগ্রামের কাছে এলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও লাল চানের খোঁজ মেলেনি।

সর্বশেষ খবর