রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শিক্ষা এখন জিপিএ নির্ভর হয়ে পড়েছে

—অধ্যাপক মনিরা জাহান

শিক্ষা এখন জিপিএ নির্ভর হয়ে পড়েছে

বর্তমানে শিক্ষাব্যবস্থা জিপিএ-নির্ভর হয়ে পড়েছে। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সবাই নেমে পড়েছেন জিপিএর দৌড়ে। আর এর সঙ্গে শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে প্রশ্ন ফাঁসের ঘটনাগুলোই যথেষ্ট। বিশ্ববিদ্যালয়ে ঘটছে গবেষণা জালিয়াতির ঘটনা। শিক্ষাব্যবস্থায় নৈতিকতার অবক্ষয় ও দুর্নীতি ঠেকাতে মনিটরিং বাড়ানো জরুরি।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান। তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় মেধার চেয়ে জিপিএ বেশি মূল্যায়িত হচ্ছে। শিশুদের সক্ষমতা ও আগ্রহ বুঝে পড়াতে হবে। তাদের ঘাড়ে অতিরিক্ত বিষয় চাপিয়ে দেওয়া যাবে না। এখন দেখা যায় অধিকাংশ শিক্ষার্থীর ফলাফল একই হচ্ছে। এ বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা প্রসঙ্গে ড. মনিরা জাহান বলেন, ‘বাংলাদেশের গবেষণাগুলো নিয়ে আমার সন্দেহ আছে। এখানে রিভিউ সঠিকভাবে হয় না। গবেষণার শুরু থেকেই একজন গবেষকের কাজের প্রতি নিষ্ঠা ও নৈতিকতা থাকতে হবে। গবেষণার ক্ষেত্রে বরাদ্দও কম। নতুন যারা গবেষণায় আগ্রহী হচ্ছেন, তাদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। গবেষণায় মনিটরিং ও জবাবদিহি বাড়াতে হবে। এ জন্য কমিটি গঠন করে গবেষণার রিভিউসহ যাবতীয় তথ্য যাচাই-বাছাই করতে হবে। মনিটরিং জোরদার হলে গবেষণা কাজে স্বচ্ছতা আসবে বলে আমি মনে করি।’

সর্বশেষ খবর