মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ধর্ষণ-হত্যায় বহিষ্কার চার ছাত্রলীগ নেতা

বরগুনা প্রতিনিধি

তরুণীকে গণধর্ষণের পর হত্যা ও লাশ গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহী আনাল দানিয়াল, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টসহ চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল ছাত্রলীগের তরফ থেকে এ তথ্য  জানানো হয়েছে। এদিকে তরুণীকে হত্যার দায়ে গ্রেফতার হওয়া রুহী আনাল দানিয়াল ও সাদ্দাম হোসেন ছোট্টর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল পাথরঘাটার আদালতে পুলিশ দানিয়াল ও সাদ্দামকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মো. মঞ্জুরুল ইসলাম দুই দিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ১০ আগস্ট দুপুরে পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় এক তরুণীর গলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়। গত শুক্রবার ডিবি পুলিশ এ ঘটনায় পাথরঘাটা কলেজের নৈশপ্রহরী জাহাঙ্গীরকে গভীর রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে ছাত্রলীগ নেতা মাহমুদ ও রায়হানকে আটক করা হয়। এরপর রবিবার বিকালে পাথরঘাটার আদালতে এ দুজনের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতার করা হয় কলেজ ছাত্রলীগ সভাপতি রুহি আনাল দানিয়াল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে। মানববন্ধন : নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। সম্মিলিত সামাজিক আন্দোলন, বরগুনা জেলা শাখার উদ্যোগে দুপুরে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর