শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

শিক্ষিকার মারধরে হাসপাতালে

পটুয়াখালী প্রতিনিধি

ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিকা ফারজানা আক্তার ইতি দুই ছাত্রকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন। গত বুধবার কলেজ ক্যাম্পাসে তিনি নিজেসহ তার হকিস্টিক সজ্জিত লোকজন দিয়ে এই মারপিটের ঘটনা ঘটান। মারধরে আহত ছাত্ররা হলেন রাতুল (১৯) ও রাজীব (১৮)। তারা পঞ্চম সেমিস্টারের ছাত্র। জানা গেছে, দুজনের মধ্যে আহত রাজীব গতকালও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন হাসপাতাল ত্যাগ করেছেন। আহত ছাত্র রাতুল জানান, শিক্ষিকা ফারজানা আক্তারের ভাইয়ের ছেলে প্রথম বর্ষের সিভিল বিভাগের ছাত্র শিশির প্রতিদিন কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে প্রকাশ্যে ধূমপানসহ নানা অশোভনীয় আচরণ করছিলেন। এর প্রতিবাদ করায় ফারজানা আক্তার প্রথম সেমিস্টারের ছাত্র এবং বহিরাগতদের নিয়ে রাজীব ও রাতুলকে হকিস্টিক ও লাঠি দিয়ে প্রকাশ্যে মারধর করান। এ ব্যাপারে অভিযুক্ত সিভিল বিভাগের শিক্ষিকা ফারজানা আক্তার ইতি জানিয়েছেন, ওই দুই ছাত্রকে তিনিই মারধর করেছেন এবং এর জন্য শাস্তি হলে তিনি তাও মেনে নেবেন। শিক্ষিকা বলেন, ‘রাতুল ও রাজীব ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার কারণে আমি নিজেই তাদের মারধর করেছি। এটা না করলে নতুন শিক্ষার্থীরা তাদের অত্যাচারে টিকতে পারত না।’

এদিকে দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে গতকাল কলেজের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

সর্বশেষ খবর