শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মৈত্রীর সেতুবন্ধে পাঁচ দেশ

সাংস্কৃতিক প্রতিবেদক

মৈত্রীর সেতুবন্ধে পাঁচ দেশ

বাংলাদেশ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের শিল্পীদের অনন্য পরিবেশনায় গতকাল শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চ নান্দনিকতায় ভরে উঠেছিল। এই সঙ্গে নিজ দেশের পরিচিত সংস্কৃতির বাইরে ভিনদেশি সংস্কৃতির শৈল্পিকতা মুগ্ধ করেছিল শিল্পানুরাগীদের। নন্দন মঞ্চের চারপাশে ঝর্ণাধারা সিক্ত করছিল ভাসমান মঞ্চের শিল্পীদের, আর শিল্পীদের পরিবেশনার আনন্দধারায় ধুয়ে যাচ্ছিল দর্শক শ্রোতার হৃদয়ের গহিন। এমন চিত্রই ছিল শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চের সার্ক হস্তশিল্প প্রদর্শনী, কর্মশালা ও নৃত্য উৎসবের উদ্বোধনীতে। সন্ধ্যায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের নন্দন মঞ্চে শুরু হয় চারদিনের এ আয়োজন। হেমন্তের মৃদু কুয়াশাচ্ছন্ন আকাশে রং-বেরঙের বেলুন ও ফানুস উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান। এর আগে শিল্পকলার মাঠে লাঠিখেলা দেখানো হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সার্ক কালচারাল সেন্টার। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসানথে কতুওয়েল্লা। ‘বন্ধন’ শিরোনামে আটটি দেশের গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর শামীম আরা নীপার পরিচালনায় সমবেত নৃত্য ‘জন্মভূমি’ পরিবেশনায় অংশ নেন শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা ও অন্যান্য শিল্পীরা। পরে শামীম আরা নীপার পরিবেশনায় পরিবেশিত হয় ‘নাও ছাড়িয়ে দে...’ শীর্ষক নৃত্যানুষ্ঠান। এরপর অন্তর দেওয়ানের পরিচালনায় চাকমা, রাখাইন ও বম সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। শ্রীলঙ্কার শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

 এতে ‘লাইহারাওবা’ শিরোনামে মনিপুরী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। আরও ছিল ভারত ও ভুটানের শিল্পীদের নৃত্য। ৩ ডিসেম্বর শেষ হবে চারদিনের এই উৎসব।

সর্বশেষ খবর