সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে ব্যবসায়ী, কিশোরগঞ্জে দুই সন্তানসহ মাকে খুন

যশোরে এনজিও কর্মকর্তা হত্যা

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে সহিংসতা ও সন্ত্রাসী ঘটনায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে-চট্টগ্রামে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হয়েছেন পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা। সিলেটের শ্রীপুরে পাথর কোয়ারির দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যশোরের উপশহরে সন্ত্রাসীরা এনজিও কর্মকর্তা গোলাম কুদ্দুস ভিকুকে গুলি করে হত্যা করেছে। মেহেরপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের

পাঠানো খবর—

চট্টগ্রাম : চট্টগ্রামে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হয়েছেন এক যুবদল নেতা। নিহত ওই যুবদল নেতার নাম মো. হারুন চৌধুরী। গতকাল সন্ধায় কদমতলী শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন নগরীর সদরঘাট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। নগরীর কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন কমিশনার শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছিলেন। কমিশনার হাসান মুরাদ বিপ্লব বলেন, শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা ও সমাবেশ শেষ করেছি। হঠাৎ পেছন দিকে গুলির শব্দ শুনি। ঘটনাস্থলে গিয়ে দেখি হারুন গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। পরে তাকে আমি ট্যাক্সিতে তুলে হাসপাতালে পাঠাই। সেখানেই তার মৃত্যু হয়। সিলেট : জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে পাথর কোয়ারির দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিত্সাধীন অবস্থায় হোসাইন আহমদ (৪০) নামের এক ব্যক্তি মারা যান। তিনি উপজেলার দরবস্ত মোহাইল গ্রামের মরতুজ আলীর ছেলে। কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন পরিবারের গৃহকর্তা। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি মধ্যপাড়া গ্রামের মোশাররফ হোসেনের সঙ্গে তার ভাই সৌদি প্রবাসী শফিকুল আলমের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এক পর্যায়ে শফিকুল আলমের পরিবার বাড়ি ছেড়ে কিশোরগঞ্জ শহরের হয়বতনগরে ভাড়া বাসায় চলে যান। তবে শফিকুল আলমের ছেলে আবদুল কাদির মবিন (২৬) প্রায়ই বাড়িতে যেতেন। শুক্রবার রাতে মবিন বাড়িতে গিয়ে ওয়াজ শুনে দাদির সঙ্গে থাকেন। সকালে মবিনের সঙ্গে তার চাচি তাসলিমা আক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মবিন ধারালো অস্ত্র দিয়ে রান্নাঘরে কর্মরত তাসলিমাকে (২৮) কোপাতে থাকেন। পরে তাসলিমার সাত বছর বয়সের ছেলে নিলয় ও পাঁচ বছর বয়সের মেয়ে রাইসাকেও কোপান। এতে ঘটনাস্থলেই তাসলিমা ও নিলয় নিহত হয়। চিত্কার শুনে তাসলিমার স্বামী মোশাররফ হোসেন ঘর থেকে বের হয়ে এগিয়ে গেলে মবিন তাকেও কোপ দেন। পরে এলাকাবাসীর সহায়তায় মবিনকে ধরে গাছের সঙ্গে বেঁধে ফেলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মবিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আহত মোশাররফ ও মেয়ে রাইসাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক রাইসাকে মৃত ঘোষণা করেন। যশোর : উপশহর এলাকায় সন্ত্রাসীরা গুলি করে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপশহর সি ব্লক এলাকায় নিজ বাড়ির কাছে দুর্বৃত্তরা তাকে গুলি করে। নিহত ভিকু প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক ছিলেন। তিনি উপশহর সি ব্লকের ৫৬ নম্বর বাসার ইয়াসিন আলীর ছেলে। নিহত ভিকুর ভাই আবুল কালাম আজাদ ইকু বলেন, ঘটনার সময় ভিকু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তার মৃত্যু হয়। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, খুনিদের ধরতে অভিযান চলছে। মেহেরপুর : মেহেরপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম আবদুর রাজ্জাক। নিহত আবদুর রাজ্জাক মেহেরপুর শহরের ৮ নম্বর ওয়ার্ড শিশুবাগান পাড়ায় ওমর আলীর ছেলে। পুলিশের ধারণা গতকাল সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নিহত রাজ্জাক পাসপোর্ট অফিসে দালাল হিসেবে কাজ করতেন। গতকাল সন্ধ্যার পর কয়েকজন যুবক আবদুর রাজ্জাককে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে যায়। সেখানে কয়েকজন মাদকাসক্ত যুবক তাকে নিয়ে আড্ডায় মিলিত হয়। এ সময় নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চারজন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাজ্জাককে খুন করে চলে যায়। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

সর্বশেষ খবর