সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশে বিনিয়োগ করতে আসছেন সৌদি ব্যবসায়ীরা

রুকনুজ্জামান অঞ্জন

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করতে সৌদি আরবের একটি শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে। ২১ সদস্যের এই প্রতিনিধি দলটি বাংলাদেশের ভৌত অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, ওষুধ ও পেট্র কেমিক্যাল, বস্ত্র খাত, চামড়া ও চামড়াজাত পণ্য এবং হোটেল ও পর্যটন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা করবে। সূত্রগুলো জানায়, প্রতিনিধি দলের সঙ্গে আসছে সৌদি আরবের শীর্ষস্থানীয় কোম্পানি আলফানার গ্রুপের প্রতিনিধি। এই গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আলফানার এনার্জি বাংলাদেশে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহ দেখিয়েছে। ঢাকায় সরকারের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চূড়ান্ত আলোচনা হবে।

এ ছাড়া সৌদির শীর্ষস্থানীয় আরেক শিল্প গ্রুপ সৌদি সালওয়া কোম্পানি লিমিটেডের একাধিক প্রতিনিধি আসছেন যারা কেমিক্যাল, জ্বালানি ও গ্যাস, কনস্ট্রাকশন, অবকাঠামো ও ওষুধ খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা করবেন। পর্যটন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনার জন্য আসছে ফয়সাল শাহিন এজেন্সি ফর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। অবকাঠামো খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা করতে আসছে কোয়ানবার ডাইউইডাগ প্রিকাস্ট কনক্রিট কোম্পানি লিমিটেড। বিনিয়োগের বাইরে বাংলাদেশ থেকে গৃহকর্মী ও দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে আলোচনা করবে সৌদির একাধিক রিক্রুটমেন্ট কোম্পানি। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সৌদি আরবের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি এখানে তাদের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবে। কাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে প্রতিনিধি দলটির সামনে বাংলাদেশের আকর্ষণীয় বিনিয়োগ খাতগুলো তুলে ধরা হবে। পরদিন ৬ ডিসেম্বর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রাজধানীর হোটেলে ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে। সৌদি ব্যবসায়ীদের ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনব্যাপী এই আলোচনায় মূলত বাংলাদেশকেই তুলে ধরা হবে বলে জানান ওই কর্মকর্তা। সূত্রগুলো জানায়, সৌদি আরবের বহুজাতিক কোম্পানি আল রাজি, আল বাওয়ানি এবং আল জামিল গ্রুপের মতো বিশ্বখ্যাত শিল্প গ্রুপের বিনিয়োগ বাংলাদেশে আনার জোর চেষ্টা চালাচ্ছে সরকার। বিনিয়োগে আগ্রহ রয়েছে সৌদি শিল্প গ্রুপগুলোরও। আলোচনা চলছে উপযুক্ত জমি ও অন্যান্য অবকাঠামো সুবিধা নিয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়ে দিয়েছে বিনিয়োগের জন্য জমির সমস্যা হবে না। চাইলে শুধু সৌদি বিনিয়োগকারীদের জন্য এক বা একাধিক অর্থনৈতিক জোন বরাদ্দ দিতে প্রস্তুত রয়েছে সরকার। গত বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর  দেশটির সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক নতুন মোড় নেয়।

 

সর্বশেষ খবর