সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

তিন তালাকে তিন বছর জেল ভারতে

প্রতিদিন ডেস্ক

উপমহাদেশের মুসলমানদের মধ্যে মুখে মুখে তালাক দেওয়ার এই প্রবণতা অনেক বেশি। এই প্রবণতার রাশ টানতে যাচ্ছে ভারত। তিনবার তালাক শব্দটি উচ্চারণ করে বিয়ে বিচ্ছেদ ঘটালে তিন বছর সাজার বিধান রেখে একটি আইন করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। দুই মাস আগে তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। আদালতের আদেশের পরও তিন তালাকের ব্যবহার থেমে নেই। ইমেইল বা টেক্সট মেসেজ পাঠিয়েও সংসার ভেঙে দেওয়ার ঘটনা ভারতে ঘটছে। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রস্তাবিত আইনে তিন তালাকের ক্ষেত্রে স্বামীকে কারাদণ্ডের পাশাপাশি জরিমানা এবং ক্ষতিগ্রস্ত নারীদের সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে। প্রস্তাবিত ‘মুসলিম উইমেন প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ’ বিলটি আলোচনার জন্য আঞ্চলিক সরকারগুলোর কাছে পাঠানো হয়েছে। পিটিআইয়ের খবরে বলা হয়েছে, যদি কোনো ঘটনায় স্বামী তার স্ত্রীকে বাড়ি ছাড়তে বলে, সেক্ষেত্রে আইনি সুরক্ষা নিশ্চিত করতেই এ বিধান তৈরি করছে সরকার। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এ ধরনের অপরাধের ক্ষেত্রে তালাকদাতা জামিনের উপযুক্ত বিবেচিত হবেন না। মুখে উচ্চারণ করে তিন তালাকের পাশাপাশি লিখিত বা টেক্সট মেসেজ পাঠিয়ে বিয়ে বিচ্ছেদ ঘটানোও সেখানে নিষিদ্ধ করা হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে ওই বিল পাসের জন্য তোলা হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সর্বশেষ খবর