শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয়

শোক ও শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব ও সাংস্কৃতিক প্রতিবেদক

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয়

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গতকাল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন —বাংলাদেশ প্রতিদিন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় নিয়ে গতকাল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে জাতি। সর্বস্তরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, পলাতক যুদ্ধাপরাধীদের দেশে এনে ফাঁসি কার্যকর, দ্রুত জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে আসা লাখো মানুষ। একই সঙ্গে দেশবিরোধী যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার প্রতিজ্ঞা করেন তারা। সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। শহীদদের সম্মানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন শহীদদের স্মরণে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধের বেদি উন্মুক্ত করে দেওয়া হয়।

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ফখরুল ইমাম, বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, নূর-এ-হাসনা লিলি চৌধুরী প্রমুখ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আমীর হোসেন আমু, মোজাফ্ফর হোসেন পল্টু, বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে শহীদবেদিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ১৪ দল, শহীদ পরিবারের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এদিকে সকাল ৮টা ৫০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বর ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শ্রদ্ধা জানান। ১১টার দিকে দলীয় নেতা-কর্মী নিয়ে শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পমাল্য অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি-প্রধান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, ডা. সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। জাতীয় পার্টির পক্ষে মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জাপা নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। গণফোরামের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। সকালে যুক্তফ্রন্টের শরিক দলের নেতা-কর্মীরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় যুক্তফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিকল্পধারার মহাসচিব মেজর আবদুল মান্নান (অব.), নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরীসহ দলগুলোর অন্য নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগরী আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিশু একাডেমি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উদীচী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। এ সময় মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

গতকাল দিনভর বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ জড় হয়েছিল মিরপুর আর রায়েরবাজার স্মৃতিসৌধে। তাদের হাতে ছিল ফুল, কণ্ঠে ছিল যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের দাবি। দেশমাতৃকার সেই শ্রেষ্ঠ সন্তানদের অমর স্মৃতির প্রতি কৃতজ্ঞতা জানাতে আসা লাখো শোকার্ত মানুষের কণ্ঠে ছিল অভিন্ন আওয়াজ— ‘সব যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের মাধ্যমে রাজাকারমুক্ত বাংলাদেশ চাই’। সকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পূর্বরাতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, শোক শোভাযাত্রা, শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। সূর্য ওঠার আগেই হাজারো মানুষ ভিড় করে স্মৃতিসৌধের সামনে। এ সময় সবার হাতে ছিল ফুলের তোড়া, কালো ব্যানারে আর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে লেখা নানা স্লোগান। শ্রদ্ধা নিবেদনের সময় সবার দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মানুষের ঢল : এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। শ্রদ্ধা জানাতে সেখানে মানুষের ঢল নামে।

রায়েরবাজারেও শোকার্ত মানুষের ঢল : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সকালে রায়েরবাজার বধ্যভূমিতে মানুষের ঢল নামে। সূর্য ওঠার আগেই রায়েরবাজার ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ লাইন দেখা দেয়। সব বয়সী সব শ্রেণি-পেশার মানুষ ফুল হাতে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে শহীদদের। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে এসে শহীদ পরিবারের সন্তানরা বলেন, এবার আর আক্ষেপ নয়, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী বলেন, ‘আজ আমরা আপ্লুত ও গর্বিতবোধ করছি। এখানে ভাবগম্ভীর পরিবেশে আমরা শ্রদ্ধা নিবেদন করি। স্মৃতিসৌধের পবিত্রতা বজায় রাখা দরকার।’

সম্মিলিত সাংস্কৃতিক জোট : রাজধানীতে স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের আয়োজনে চলমান বিজয় উৎসবের দ্বিতীয় দিনে গতকাল একযোগে রাজধানীর বিভিন্ন স্থানে পালিত হয় এ কর্মসূচি। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জোটের আয়োজনে দলীয় সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা ও ভিন্নধারা। রবীন্দ্রসরোবর মঞ্চের অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন নন্দন ও গণছায়া। একক সংগীত পরিবেশন করেন বিজন চন্দ্র মিস্ত্রী, সরদার রহমত উল্লাহ, নার্গিস চৌধুরী, মাহজাবিন রহমান শাওলী, সুচিত্রা ও মিতা। পথনাটক পরিবেশন করে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ ছাড়া দনিয়া ও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী মঞ্চেও অনুষ্ঠিত হয় বিজয় উৎসবের নানা অনুষ্ঠানমালা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মিরপুরের মঞ্চে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র।

শিল্পকলা একাডেমি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। দুই পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথম পর্বে ছিল আলোচনা সভা আর দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মুক্তিযুদ্ধ জাদুঘর : শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ওয়েবসাইট উদ্বোধন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের অনুভূতি প্রকাশ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বিকালে প্রধান মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ওয়েবসাইট উদ্বোধন করে জাদুঘর। এ সময় শহীদ পরিবারের পক্ষে অনুভূতি প্রকাশ করেন শহীদ মধু দের নাতনি বর্ণিল ও শহীদ এনায়েত হোসাইনের নাতনি মিত্রিতা। অন্যদিকে মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণে তিন দিনের আয়োজনের উদ্বোধনীতে স্বাগত বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি কবি ও স্থপতি রবিউল হুসাইন। এতে স্মৃতিচারণ করেন শহীদ পরিবারের সদস্যরা।

বাংলা একাডেমি : স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও একক বক্তৃতার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে বাংলা একাডেমি। সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী সমাধিসৌধ, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি।

এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—  চট্টগ্রাম : স্মৃতিচারণা, পুষ্পার্ঘ্য অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিন শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগ, বিএনপি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, উদীচী, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়াও দিবসটি উপলক্ষে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে। সিলেট : সিলেটে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বুদ্ধিজীবীদের। এ উপলক্ষে সকালে নগরীর চৌহাট্টার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সকাল ৯টা থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা প্রেস ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাসদ, বাসদ (মার্কসবাদী), ওয়ার্কার্স পার্টি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটিসহ বিভিন্ন সংগঠন থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বরিশাল : বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ দিন সকাল ৯টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ শহীদ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপিসহ অন্যরা উপস্থিত ছিলেন। পাবনা : পাবনা প্রেস ক্লাব, গণশিল্পী সংস্থা, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। বগুড়া : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের সূচনালগ্নে রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে (শহীদ খোকন পার্ক) শ্রদ্ধা নিবেদন করা হয়। জামালপুর : মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, সেক্টর কমান্ডার ফোরামসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচি পালন করে।  নেত্রকোনা : নেত্রকোনায় শোক র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে তেরীবাজার সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ কার্যালয়ের সামনে থেকে শোক র‍্যালি বের করা হয়। ঠাকুরগাঁও : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা করা হয়েছে। দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর : শহীদ বুদ্ধিজীবী দিবসে মেহেরপুরে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংগঠনসহ রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। মাগুরা : শহীদ  বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। সকালে আদর্শ  বালিকা  মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। ইসলামী বিশ্ববিদ্যালয় : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কালো পতাকা উত্তোলন, শোক র‍্যালি, স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া অনুষ্ঠান করা হয়েছে। গোপালগঞ্জ : পুষ্পস্তবক অর্পণ করে গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পাশে জয় বাংলা পদ্ম পুকুরপাড়ের বধ্যভূমির স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। গাজীপুর : গাজীপুরের রাজবাড়ী মাঠসংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ, প্রশাসন, আনসার ও ভিডিপি, প্রাণিসম্পদ বিভাগ, উপজেলা প্রশাসন, জয়দেবপুর পিটিআই, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে কালো ব্যাজ ধারণ ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু আবুল কাসেম শহীদ মিনার বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতারা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।  বাগেরহাট : শহীদ বুদ্ধিজীবী দিবসে বাগেরহাটের বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের হালিমা রউফ চৌধুরী অডিটরিয়াম হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের অর্জন শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকাল ৭টা ১৫ মিনিটে উপাচার্য ভবন থেকে প্রভাতফেরি বের হয়ে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ও প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রাবি শাখা ছাত্রলীগ। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রাবি শহীদ স্মৃতি সংগ্রহশালা, বিভিন্ন হল প্রশাসন, রাবি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী  সংগঠন।

খুলনা : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনায় শহীদদের স্মরণে পু্ষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, চিত্র প্রদর্শনী, দোয়াসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রথম প্রহরে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, খুলনা সিটি করপোরেশন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

কুমিল্লা : দিবসটি উপলক্ষে কুমিল্লা নগর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে ও জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশ নেয়।


শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা


মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির শ্রদ্ধা


রায়েরবাজার বধ্যভূমিতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ


এ বি এম রুহুল আমিনের নেতৃত্বে জাতীয় পার্টি


ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম


আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে যুক্তফ্রন্ট


শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা


রায়েরবাজার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন ও ফানুস ওড়ান জাহাঙ্গীর কবির নানক

 

—বাংলাদেশ প্রতিদিন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর