শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের রাজধানী প্যারিসে ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতকাল বিকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি বিকাল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ৩৫) প্রধানমন্ত্রী চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার পথে দুবাইয়ের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটের সহ-আয়োজক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের আমন্ত্রণে এই সামিটে যোগদান করেন। মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের শহরতলি ইল সেঁগুই দ্বীপের সংগীত ও পারফর্মিং আর্ট সেন্টার লা সেইন মিউজিক্যালে ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ১০০ দেশের বেসরকারি সংস্থা, ফাউন্ডেশন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ২ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন। এরপর সম্মেলন থেকে ফিরে প্রধানমন্ত্রী ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ডে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সফরকালে প্রধানমন্ত্রী এলিসি প্যালেসে ফরাসি প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধার সঙ্গে সাক্ষাৎ করেন। ফরাসি তেল কোম্পানি টোটালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফিলিপ সকেট ও ফরাসি এয়ারোস্পেস কোম্পানি থেলসের সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্টিন ভ্যান শায়েক একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত সোমবার ফ্রান্সে যান প্রধানমন্ত্রী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর