শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

ঢাকার আবাসিকে রাতে হর্ন নিষেধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকায় রাত ১০টার পর সব ধরনের হর্ন বাজানো এবং ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো নিষিদ্ধ করেছে হাই কোর্ট। এ ছাড়া শিক্ষাপ্র্রতিষ্ঠান ও হাসপাতালের সামনে দিয়ে চলাচলের সময় কোনো হর্ন বাজানো যাবে না। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পাশাপাশি দেশের অভ্যন্তরে ছোট ছোট কারখানায় হাইড্রোলিক হর্ন উৎপাদন ও সস্তায় বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকার কাকরাইল থেকে মগবাজার হয়ে ময়মনসিংহ রোড ও শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি হয়ে গাবতলী রোডে শব্দ নিয়ন্ত্রণে সার্ভিলেন্স টিম গঠন করে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) এক আবেদনে আদালত এ আদেশ দেয়। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, গাড়ির হর্ন বাজানো, গতি নিয়ন্ত্রণ এবং উৎপাদন বন্ধের বিষয়ে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদের জন্য এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশনা জারি করতে বলা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে ২৩ আগস্ট রাজধানীতে চলাচলকারী সব যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় আদালত। এ ছাড়া ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দের নির্দেশ দেয় হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর