শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পিয়াজের বাজার এখনও চড়া

নিজস্ব প্রতিবেদক

পিয়াজের বাজার এখনও চড়া। খুচরা বাজারে দেশি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি দরে। বাজারভেদে দামের পার্থক্য দেখা দিয়েছে। বিক্রেতারা বলছেন, ‘যার যেমন পড়তা সে তেমন দামে বিক্রি করছে। কমে কেনা থাকলে কমে বিক্রি করি, বেশি দামে কেনা থাকলে বেশি দামে বিক্রি করি।’ তবে আমদানিকৃত বড় আকৃতির পিয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন উঠতে শুরু করা দেশি পিয়াজের দাম ১০০ টাকা কেজি। শীতকালীন সবজি বাজারে উঠলেও প্রত্যাশা অনুযায়ী দাম কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৩০-৩৫, বাঁধাকপি ২৫-৩০, শালগম ৪০, শিম ৪০-৫০, লম্বা বেগুন ৪৫-৫০, গোল বেগুন ৬০, পেঁপে ২৫, নতুন আলু ৩০-৪০, পুরনো আলু ১৮-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টিকুমড়া প্রতিটি ৫০-৬০ টাকা।

এবার শীতে টমেটোর দেখা মিলছে না কাঁচাবাজারগুলোয়। হিমাগারে সংরক্ষিত লাল রঙের টমেটোই বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। নতুন টমেটো (হালকা হলুদাভ) বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর