শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে’ সিলেট কুষ্টিয়ায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও কুষ্টিয়া প্রতিনিধি

সিলেটে পুলিশ ও কুষ্টিয়ায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা ডাকাত দলের সদস্য। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার চরিপাড়া গ্রামে ডাকাতিসহ চার মামলার পলাতক আসামি হবিবুর রহমান হবিকে গ্রেফতার করতে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় হবির পরিবারের সদস্যরা। একপর্যায়ে আসামিপক্ষের লোকজন গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় হবি। আসামিপক্ষের হামলায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শামসুল আলম সরকার।

এদিকে শুক্রবার ভোররাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সিটি কলেজের সামনে ‘বন্দুকযুদ্ধে’ আনু আহমেদ ওরফে আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নূরানী কলেজপাড়ার আবদুল লতিব মাস্টারের ছেলে। কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি ছাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গাছের সঙ্গে তার বেঁধে একদল দুর্বৃত্ত ডাকাতির চেষ্টা করছে এমন খবর পেয়ে তারা অভিযানে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের ওপর গুলি ছুড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। প্রায় আধঘণ্টা পর ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় আলমকে পাওয়া যায়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলেও ওসি দাবি করেন।

সর্বশেষ খবর