শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পিয়াজের ঝাঁজ কমছেই না

দাম কমেছে সবজি ও মাছের

নিজস্ব প্রতিবেদক

পিয়াজের ঝাঁজে এখনো অস্থির বাজার। কোনোভাবেই কমছে না দাম। কবে কমবে তাও বলতে পারছে না কেউ। তবে শীতকাল আসায় কমতে শুরু করেছে সবজির দাম। নিম্নমুখী রয়েছে মাছ ও ডিমের দামও।

গতকাল রাজধানীর মিরপুর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দেশি পিয়াজ (পুরনো) প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়, দেশি পিয়াজ (নতুন) ৭৫ টাকায় এবং আমদানি করা পিয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এ ছাড়া রসুনের দাম দেশি ৬০ টাকা, আমদানি করা ৭৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। গতকাল প্রতিকেজি বেগুন  ৫০ টাকায়, পটোল ৫০ টাকায়, কচুর লতি ৪০ টাকায়, লাউ প্রতি পিস ৫০ টাকায়, মিষ্টিকুমড়া প্রতি পিস ২৫ টাকায়, কাঁচামরিচ ৯০ টাকায়, পেঁপে ৩০ টাকায়, শিম প্রকারভেদে ৩০ থেকে ৫০ টাকায়, বরবটি ৬০ টাকায়, টমেটো ৭০ টাকায়, গাজর ৪০ টাকায়, শসা ৩০ টাকায়, মুলা ৩০ টাকায়, নতুন আলু ২০ টাকায়, চিচিঙ্গা ৪০ টাকায়, প্রতি পিস বাঁধাকপি ৩০ টাকায়, প্রতি পিস ফুলকপি ২০ টাকায় বিক্রি হচ্ছে।  মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকায়, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকায় এবং ব্রয়লার মুরগি ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে ফার্মের মুরগির ডিমের দামও। গতকালও প্রতি হালি ডিম বিক্রি হয়েছে ২৪-২৬ টাকায়। এক সপ্তাহ আগেও এ দাম ছিল ২৮ থেকে ৩০ টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর