শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা বর্বরতায় মং মং সো!

জাতিসংঘের বিশেষ দূতকে এবার সরাতে বলল মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র মিয়ানমারের অন্যতম শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল মং মং সোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলেছে, মেজর জেনারেল মং মং সোর নেতৃত্বেই মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালানো হয়েছে। তিনি যে হত্যাযজ্ঞ, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণও যুক্তরাষ্ট্রের কাছে আছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরাপের ফলে যুক্তরাষ্ট্রের ভিতরে ও এখতিয়ারভুক্ত অঞ্চলে মেজর জেনারেল মং মং সোর সব সম্পদ (যদি থাকে) বাজেয়াপ্ত করা হবে। সেগুলো অন্যত্র স্থানান্তরও করা যাবে না। মেজর জেনারেল মং মং সোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কেউ কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না। এদিকে, জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার (বিশেষ দূত) ইয়াংহি লির আসন্ন সফর আটকে দেওয়ার পর তাঁকে দায়িত্ব থেকেও সরিয়ে দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে মিয়ানমার। দেশটি ইয়াংহি লির বিরুদ্ধে মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনের সময় পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার বলেছে, মিয়ানমার জাতিসংঘের সঙ্গে এখনো কাজ করছে। মিয়ানমার চায় এমন ব্যক্তি জাতিসংঘের হয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি দেখভাল করবেন, যিনি নিরপেক্ষ এবং মিয়ানমার সম্পর্কে ভালো জানেন ও বোঝেন।

সর্বশেষ খবর