মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বর্ণিল উদযাপনে বড়দিন

নিজস্ব প্রতিবেদক

বর্ণিল উদযাপনে বড়দিন

সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বড়দিন উত্সব উদযাপন করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। যিশু খ্রিস্টের জন্মদিনকে সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বড়দিন হিসেবে পালন করে। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের বাড়ি ও গির্জাগুলোকে ফুল, জরি, রঙিন কাগজ, নানারঙের ঘণ্টা, টুপি এবং আলোকসজ্জায় বর্ণিল সাজে সাজানো হয়। গির্জায় উপাসনার পাশাপাশি বাড়িতে কেক কেটে বড়দিন উদযাপন করেন তারা। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি ও ধর্মযাজকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তাদের সঙ্গে কেক কাটেন তিনি।

সকাল ৭টা থেকে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে বড়দিনের প্রার্থনায় অংশ নেন খ্রিস্টান ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা। তেজগাঁওয়ের হোলি রোজারিও চার্চে তিন দফায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বড়দিনের উত্সবকে ঘিরে বর্ণিল করে সাজানো হয়েছে গির্জা এলাকা। ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে বাহারি রঙের মরিচবাতি দিয়ে। গির্জায় ঢুকতেই প্রার্থনাকারীদের চোখে পড়ে যিশুকে কোলে নিয়ে বসে থাকা মা মেরির ভাস্কর্য। যিশুর চরণে প্রণাম জানিয়ে ভক্তরা প্রবেশ করেন ভিতরে। সকাল ৭টায় শুরু  হয় প্রথম দফার প্রার্থনা, দ্বিতীয়টি সকাল ৯টায় এবং শেষটি সকাল ১১টায়। সেখানে থাকা সমাধিতে গিয়েও অনেককে মৃতদের জন্য প্রার্থনা করতে দেখা যায়। গির্জাগুলোতে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মগবাজার এলাকা থেকে পরিবার নিয়ে প্রার্থনায় অংশ নিতে এসেছিলেন লিয়েন ডায়েস। প্রার্থনা শেষে তিনি বলেন, আজকের শুভ দিনে পাপ মুক্তি এবং জগতের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি। সবাই শান্তিতে বাস করুক এটাই যিশুর কাছে আমার চাওয়া। তেজগাঁও চার্চে সকাল ৯টার প্রার্থনা পরিচালনা করেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। সকাল ৭টার প্রার্থনা পরিচালনায় ছিলেন দুই ফাদার—মিন্টু পালমা ও রণজিৎ গোমেজ। ফাদার রণজিৎ বলেন, ‘এ বছর যেহেতু পোপ মহোদয় বাংলাদেশ ঘুরে গেছেন, সেহেতু বড়দিনের উত্সবটা আমাদের জন্য বিশেষ তাত্পর্যপূর্ণ। দেশ ও বিশ্ববাসীর মধ্যে যেন শান্তি ও সম্প্রীতি বিরাজ করে সেই প্রার্থনা আমরা করেছি। গির্জার পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি এবং রাজধানীর বিভিন্ন হোটেলে উদযাপিত হয় বড়দিনের নানা অনুষ্ঠান। বিশেষ করে শিশুদের জন্য আলাদা আয়োজন করেছে তারকা হোটেলগুলো। সেখানে শিশুদের জন্য রয়েছে নানা ধরনের খেলার আয়োজন। প্রধান আকর্ষণ হিসেবে ‘সান্তাক্লজ’ আসেন নানা উপহার ও চমক নিয়ে। পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে টিকিট কেটে বড়দিনের আয়োজনে অংশ নিতে পারছেন মানুষ। শিশুদের কেন্দ্র করে ‘কিডস ক্রিসমাস পার্টির’ আয়োজন সাজানো হলেও তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় বড়দেরও।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর