মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এবার ফল ফাঁসে দুই শিক্ষকসহ ছয়জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল ফাঁসে দুই শিক্ষকসহ ছয়জন জড়িত থাকার প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের অনুসন্ধান টিম। জড়িত দুই শিক্ষক হলেন কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন ও সহকারী শিক্ষক (গণিত) আনিছ ফারুক। তাছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যরা হলেন স্কুলের উচ্চমান সহকারী ফারুক আহমেদ, কম্পিউটার অপারেটর রিদুয়ানুল হক, স্থানীয় বাবলা

স্যার কোচিং সেন্টারের পরিচালক বাবলা দে এবং মামুন কোচিং সেন্টারের পরিচালক মামুন। এ ঘটনায় ইতিমধ্যে কম্পিউটার অপারেটর রিদুয়ানুল হককে বরখাস্ত এবং জড়িতদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা (২৩/২০১৭) করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) আবদুস সামাদ সিকদার বলেন, ‘আমাদের অনুসন্ধান দল খোঁজ নিয়ে ফলাফল ফাঁসের ব্যাপারে ছয়জনের সম্পৃক্ততা পেয়েছেন। এর আঙ্গিকে সদরঘাট থানায় একটি মামলাও দায়ের করছি। এখন পুলিশ তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

প্রসঙ্গত, সরকারিভাবে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল ২১ ডিসেম্বর রাত সাড়ে ১২টায় প্রকাশ করা হয়। কিন্তু এর আগেই ফলাফলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি তদন্তে মাঠে নামে জেলা প্রশাসনের অনুসন্ধান টিম।

সর্বশেষ খবর