শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্বস্তি ফিরছে পিয়াজ ও সবজির বাজারে

বাজার দর

নিজস্ব প্রতিবেদক

স্বস্তি ফিরছে পিয়াজ ও সবজির বাজারে

রাজধানীর নিত্যপণ্যের বাজারে পিয়াজ ও সবজিতে স্বস্তির পরিবেশ বিরাজ করছে। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ পিয়াজ ও শাক-সবজির দাম প্রতি কেজিতে সাত থেকে ১০ টাকা কমেছে। গতকাল রাজধানীর মিরপুর ও বনানী কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। গত সপ্তাহে প্রতি কেজি করলা বিক্রি হয়েছে ৫০ টাকায়। গতকাল বিক্রি হয়েছে ৪০ টাকায়। বেগুন ৪৫ থেকে কমে ৪০ টাকা, ঝিঙা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, ফুলকপি ২৫ টাকা (প্রতি পিস), চিচিঙ্গা ৫০ টাকা, শিম ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৫০ টাকা, কচুরমুখি ৪৫ টাকা, নতুন আলু ২৫ টাকা, গাজর ৩০ টাকা, মিষ্টি কুমড়া (প্রতি পিস) ৪০ টাকা, লাউ ৩০ টাকা প্রতি পিস, পটল ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মিরপুর কাঁচাবাজারের বিক্রেতা হারুন মিয়া বলেন, সবজির দাম কমেছে। সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। এ ছাড়া বাজারে রসুন, আদা ও ডালের দাম অপরিবর্তিত আছে। পিয়াজ (দেশি) ৭০ টাকা প্রতি কেজি। পিয়াজ (আমদানি করা) ৫৫ টাকা। রসুন ১৫০ টাকা কেজি। আদা ১০ টাকা বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বনানী বাজারের ক্রেতা আরশাদ মজুমদার বলেন, খুচরা বাজারগুলোতে সবজির দামে কিছুটা কমেছে। বাজারের সবজি ব্যবসায়ী রহিম মোল্লা বলেন, আমরা পাইকারি বিক্রি করে লাভ বেশি না করতে পারলেও সাধারণ ক্রেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে খুচরা বিক্রেতারা। এদিকে, খুচরা বিক্রেতাদের দাবি, বেশি দামে ক্রয় করার কারণেই চড়া দামে বিক্রি করতে হচ্ছে। এবাজারে দেশি মুরগি পিস প্রতিটি ৩৫০ টাকা ও ব্রয়লার কেজি প্রতি ১২৫-১৩০ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে দেশি মুরগি ছোট বিক্রি হচ্ছে পিস প্রতি ১৮০-২০০ টাকায় এবং লেয়ার কেজি প্রতি ১৬০ টাকা, হাঁস পিস প্রতি ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। এ বাজারে গাজর (৫ কেজি) ১০০ টাকা, বেগুন বড় (৫ কেজি) ২০০ টাকা, টমেটো (৫ কেজি) ১৪০ টাকা, শালগম (৫ কেজি) ৮০ টাকা, নতুন আলু কেজিপ্রতি ১৫ টাকা, মূলা (৫ কেজি) ৬০ টাকা, লাউ পিছপ্রতি ২০ টাকায় বিক্রি হয়েছে। এসবের পাশাপাশি মাছের সরবরাহও কিছুটা বেড়েছে। গতকাল রুই- প্রতিকেজি ২৫০ টাকা, কাতল ১৮০, টেংরা ৩৫০, কৈ ১৮০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া গরুর মাংস কেজি বিক্রি হয়েছে ৪২০ টাকায়, খাসির মাংস ৬৫০। বনানী কাঁচাবাজারের সবজি বিক্রেতা জসিমউদ্দিন বলেন, পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি ক্রয় করতে হয়। সবজিগুলো ভালো না হলে বেশি দিন রেখে বিক্রি করা যায় না। সবজি ক্রয় করতে আসা ক্রেতা আলম খান বলেন, সরকারের উচিত বাজার মনিটরিং করা। পাইকারি বাজারের তুলনায় ৫-১০ টাকা বেশি মেনে নেওয়া যায়। কিন্তু দাম চড়া হলে তো মেনে নেওয়া যায় না।

সর্বশেষ খবর