শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
জাতীয়করণের দাবি

কাল থেকে ফের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ১০ জানুয়ারি থেকে অবস্থান ধর্মঘটের পর ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ব্যানারে তাদের এ আন্দোলন চলছে। কাল রবিবার একযোগে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছেন ফোরামের নেতারা। গতকাল ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনি এ তথ্য জানান। অনশন কর্মসূচিতে থাকা শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল পঞ্চম দিনের মতো আমরণ অনশন পালন করেছেন। গতকাল শিক্ষকদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। শিক্ষকদের এই দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান তিনি। জাতীয়করণের দাবিতে সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা এ অনশন কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আমরণ অনশন কর্মসূচিতে ছয়টি শিক্ষক-কর্মচারী সংগঠন যোগ দিয়েছে। গতকাল প্রেস ক্লাবের সামনে অনশনে শিক্ষক নেতারা বক্তব্যে বলেন, আমরণ অনশনের পঞ্চম দিন অতিবাহিত হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সংসদে প্রধানমন্ত্রীর জাতীয়করণ সংক্রান্ত ইতিবাচক বক্তব্যে শিক্ষক সমাজ আশান্বিত। জাতীয়করণের সুস্পষ্ট নীতিমালা ও সময়সীমা ঘোষণা করে শিক্ষকদের দাবি পূরণের আহ্বান জানান শিক্ষক নেতারা। নয় দিনের আন্দোলনে গতকাল পর্যন্ত ৭৫ জন শিক্ষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকালই ভর্তি হয়েছেন সাতজন। নওগাঁর পত্নিতলার আবদুল বাতেন নামে এক শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। আগামীকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দাবি আদায়ে সোচ্চার হয়ে রাজধানীর স্কুলগুলোকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচিতে যোগ দেওয়ারও আহ্বান জানান লিয়াজোঁ ফোরামের নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর