শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পদ্মা সেতুর ২য় স্প্যান বসছে ২৩ জানুয়ারি

শরীয়তপুর প্রতিনিধি

আগামী ২৩ জানুয়ারি পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানো হচ্ছে। ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে ১৫০ মিটারের এই স্প্যানটি বসানো হবে। এটি মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে আনার জন্য গতকাল সকালে শক্তিশালী ক্রেন পাঠানো হয়। আজ সকাল ৯টায় স্প্যান নিয়ে ক্রেনটি রওনা দেবে।

সেতু বিভাগের কর্মকর্তারা জানান, গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির মধ্যে প্রথম স্প্যানটি বসানো হয়। এর চার মাস পর দ্বিতীয় স্প্যানটি বসানো হচ্ছে। পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর  বলেন, ৩৮ ও ৩৯ নম্বর পিলারে দ্বিতীয় স্প্যানটি মঙ্গলবার বসানো হবে। গতকাল ভাসমান ক্রেনের সাহায্যে স্প্যানটি জাজিরা প্রান্তে নেওয়ার কথা ছিল। কিন্তু ক্রেন ও স্প্যানের ব্যালেন্সিংয়ে সময় বেশি লাগায় গতকাল রওনা হতে পারেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর