শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বাজার দর

পিয়াজের দাম কমেনি সবজিতেও অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক

কোনোভাবেই কমছে না পিয়াজের দাম। একই সঙ্গে সবজির বাজারেও রয়েছে অস্বস্তি। ক্রেতারা শীতে সবজির দাম কম প্রত্যাশা করলেও বাস্তবে দাম বেশি। রাজধানীর কাঁচাবাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম বেড়েছে ৭ থেকে ১৫ টাকা পর্যন্ত।

গতকাল রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, যাত্রাবাড়ীর কাঁচাবাজার এবং সবজি আড়ত ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে, পিয়াজের দাম আগের মতোই রয়েছে। তবে যাত্রাবাড়ী আড়তে রাজধানীর অন্য যে কোনো বাজারের তুলনায় কিছুটা কম দামে সবজি বিক্রি হচ্ছে। এখানে প্রতি কেজি বেগুন রাজধানীর অন্য বাজারের তুলনায় ২০ টাকা কমে ৪০ টাকা করে, শিম ২০-১০ টাকা কমে ৩০-৫০ টাকা, পেঁপে ৫-১০ টাকা কমে ১৫-২০ টাকা, আলু ৩-৪ টাকা কমে ১৬-২২ টাকা, মুলা ৫ টাকা কমে ২০ টাকা, কাঁচামরিচ ২০ টাকা কমে ৬০ টাকা, ধনেপাতা ১০ টাকা কমে ৭০ টাকা, গাজর ১০ টাকা কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রাজধানীর অন্যসব বাজারে প্রতি কেজি টমেটো ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, শালগম ২৫ টাকা, প্রতি আঁটি পিয়াজ পাতা ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি পিস বাঁধাকপি ২০-২৫ টাকা, ফুল কপি ২৫ টাকা, প্রতি আঁটি কলমি শাক ৫ টাকা, লাল শাক, পালং শাক ও ডাঁটা শাক দুই আঁটি ১৩ টাকা দরে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। সরেজমিন দেখা গেছে, যাত্রাবাড়ীর বিশাল সবজি আড়তে একসঙ্গে চলছে পাইকারি ও খুচরা বিক্রি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা পাইকারি ও খুচরা দামে সবজি কিনতে এসেছেন আড়তে। খুচরা সবজি বিক্রেতা নেছার উদ্দিন বলেন, সরবরাহ কম থাকায় সবজির দাম বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর